Advertisement
E-Paper

মাস শেষের আগেই পকেট খালি? জাপানি পন্থা কাকেবু অনুসরণ করলেই বাড়বে সঞ্চয়

টাকা জমাতে না পারার পিছনে রয়েছে সঠিক পরিকল্পনার অভাব। আবার, খরচ হয়ে যাবে ভেবে হাতে নগদ রাখেন না অনেকে। কিন্তু কার্ড ঘষে কেনাকাটা করতেই থাকেন। সেই অভ্যাসও ভাল নয়। মাসের শেষে সঞ্চয় বাড়াতে মেনে চলতে পারেন জাপানি পন্থা কাকেবু।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ১২:২৮
কাকেবু পদ্ধতি মেনেই জমিয়ে ফেলুন টাকা।

কাকেবু পদ্ধতি মেনেই জমিয়ে ফেলুন টাকা। ছবি: সংগৃহীত।

সাধারণত এক জন মানুষের আয়ের কত শতাংশ সঞ্চয় করা উচিত তা নির্ভর করে, তার আয় এবং অবশ্যম্ভাবী ব্যয়ের ওপর। কেউ যদি তাঁর আয়ের মোটামুটি এক চতুর্থাংশ অর্থ নিয়মিত সঞ্চয়ের অভ্যাস করতে পারেন, তা হলে অবসর পরবর্তী জীবনে অভাবে পড়তে হবে না। কী ভাবে বিনিয়োগ করে নিজের সম্পদ বৃদ্ধি করবেন, অনেকেই তা বুঝতে পারেন না। তার উপর উৎসব, অনুষ্ঠান তো লেগেই রয়েছে। সব খরচ সামলে মাসের শেষে সঞ্চয় বলতে আর কিছুই থাকে না। তবে অভিজ্ঞ মানুষেরা বলছেন, টাকা জমাতে না পারার পিছনে রয়েছে সঠিক পরিকল্পনার অভাব। আবার, খরচ হয়ে যাবে ভেবে হাতে নগদ রাখেন না অনেকে। কিন্তু কার্ড ঘষে কেনাকাটা করতেই থাকেন। সেই অভ্যাসও ভাল নয়। মাসের শেষে সঞ্চয় বাড়াতে মেনে চলতে পারেন জাপানি পন্থা কাকেবু।

কাকেবু কী?

আক্ষরিক অর্থে ‘কাকেবু’ মানে হল পরিবারের হিসাবের খাতা। যে খাতায় ঘরের প্রতিটি খরচ লিখে রাখা হয়। মুদিখানার খরচ, বাজার খরচ, ওষুধের খরচ, পরিচারকদের বেতন, ভ্রমণপিছু খরচ, সন্তানের পড়াশোনার খরচ সবের হিসাব লেখা থাকে সেই খাতায়। এই ধারণার সূচনা করেছিলেন জাপানের এক মহিলা সাংবাদিক হানি মোতোকো, ১৯০৪ সালে। কাকেবু পদ্ধতি আমাদের শেখায় কী ভাবে প্রতিটি খরচের সিদ্ধান্তের পিছনে সচেতনতা গড়ে তুলে টাকার উপর নিয়ন্ত্রণ আনা যায়। কাকেবু-র মূল কথা হল সঞ্চয়কে খরচের পরের বিষয় হিসেবে না দেখে, খরচের অংশ হিসেবে দেখা। সাধারণত সব খরচ মিটিয়ে শেষে যা থাকে, সেটাকেই আমরা সঞ্চয় ভাবি। বাস্তবে দেখা যায়, অনেক সময়ই মাসের শেষে হাতে কিছুই থাকে না। কাকেবু ধারণা শেখায় এই ভাবনাটিকেই উল্টে দিতে। অর্থাৎ আগে সঞ্চয় করুন, তার পর যা থাকে, তাই দিয়ে জীবন চালান। ধরা যাক, কারও মাসিক আয় ৫০ হাজার টাকা। তিনি ভাবলেন, মাসে অন্তত ৫ হাজার টাকা সঞ্চয় করবেন। তা হলে বেতন হাতে পেয়েই তাঁর প্রথম কাজ হবে ৫ হাজার টাকা আলাদা করে রাখা। এখন ৪৫ হাজার টাকাই হল তাঁর আসল মাসিক বাজেট।

কাকেবু পদ্ধতি মেনে চলতে হলে কী কী করতে হবে?

১. মাসিক আয় ও আবশ্যিক ব্যয়ের তালিকা তৈরি করতে হবে প্রথমেই।

২. সঞ্চয়কেও ধরতে হবে আবশ্যিক ব্যয় হিসেবে।

৩. প্রতি দিন রোজের খরচ লিখে রাখার অভ্যাস শুরু করুন।

৪. খরচকে চার ভাগে ভাগ করে নিতে হবে। আবশ্যিক (যেমন বিদ্যুতের বিল, বাজার খরচ, সঞ্চয়), ইচ্ছার উপর নির্ভরশীল (কেনাকাটা, রেস্তরাঁয় খাওয়া), বিনোদন (সিনেমা দেখা, ওটিটি প্ল্যাটফর্মের খরচ) এবং অতিরিক্ত (যেমন আপৎকালীন চিকিৎসার খরচ)।

৫. মাসের শেষে নিজেকে জিজ্ঞাসা করুন, কতটা সঞ্চয় করতে পারলেন।

হানি মোতোকো এক শতাব্দী আগেই দেখিয়েছিলেন, সঞ্চয়ের শুরু করতে হবে খরচের হিসাব থেকে, আর খরচের হিসাবের শুরু করতে হবে সচেতনতা থেকে।

savings saving money
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy