Advertisement
E-Paper

পুজোয় প্রেমিকাকে নিয়ে সিনেমায় যাবেন? নতুন জিএসটি-র ‘কামড়’ বাঁচাতে পপকর্নও বাছুন ভেবেচিন্তে

পুজোয় প্রেমিকাকে নিয়ে সিনেমায় যাবেন? নতুন জিএসটি-র ‘কামড়’ বাঁচাতে কী করবেন আর কী করবেন না?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১১
সিনেমাহলে ডেটিংয়ের খরচ বাড়ল না কি কমল?

সিনেমাহলে ডেটিংয়ের খরচ বাড়ল না কি কমল? ছবি: সংগৃহীত।

প্রেমিকার সঙ্গে কোথাও ডেটে যাওয়ার পরিকল্পনা করলে সবার আগে মাথায় আসে সিনেমাহলের কথা। বড় স্ক্রিনে প্রিয় নায়ক-নায়িকার রোম্যান্স, সঙ্গে মুখ চালানোর জন্য টুকিটাকি স্ন্যাক্‌স আর পছন্দের নরম পানীয়— ডেট একেবারে জমে ক্ষীর! তবে এ বার থেকে সিনেমাহলে ডেটে গেলে আপনার পকেটে কি বাড়তি চাপ পড়বে? পণ্য পরিষেবা কর (জিএসটি) কাঠামোয় কেন্দ্রীয় সরকার যে পরিবর্তনের প্রস্তাব দিয়েছিল, জিএসটি কাউন্সিল তা অনুমোদন করেছে। বুধবার কাউন্সিলের প্রথম বৈঠকের পরেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ নতুন জিএসটি হার ঘোষণা করেছেন। আগামী ২২ সেপ্টেম্বর থেকে অর্থাৎ দুর্গাপুজোর সময় নতুন হারে জিএসটি কার্যকর করা হবে। এ বার পুজোয় প্রেমিকাকে সিনেমা দেখাতে নিয়ে গেলে নতুন জিএসটির নিয়মিবিধি অনুযায়ী কত টাকা খরচ হতে পারে, জেনে নিন সেই হিসাব।

টিকিটের খরচ: সিনেমা দেখতে গেলে সবার আগে মাথায় আসে টিকিটের কথা। নতুন নিয়মবিধি অনুযায়ী টিকিটের মূল্য ১০০ টাকার নীচে হলে তার উপর পাঁচ শতাংশ জিএসটি বসবে। আগে ১২ শতাংশ জিএসটি চাপানো হত। অর্থাৎ শহরের স্টার, নবীনা, প্রিয়া, মেনকা, রাধার মতো সিঙ্গল স্ক্রিন থিয়েটারগুলিতে সিনেমা দেখতে গেলে এ বার থেকে খরচ আরও কমবে। ছোট শহরগুলিতেও অনেক সিনেমাহলে টিকিটের দাম কম থাকে, সুতরাং সেগুলিতে টিকিট কাটলে এ বার থেকে পকেটের উপর আর বাড়তি চাপ পড়বে না। সিনেমার টিকিটের দাম ১০০ টাকার বেশি হলে তার উপর আগের মতোই ১৮ শতাংশ জিএসটি দিতে হবে। মাল্টিপ্লেক্স কিংবা শহরের বড় হলগুলিতে সিনেমা দেখার সময় টিকিটের দামে খুব বেশি হেরফের হবে না।

পপকর্ন কেনা: সিনেমা হলে ডেটে গেলে পপকর্ন না হলে কি চলে? আপনার প্রেমিকার যদি সল্টেড পপকর্ন পছন্দ হয়, তা হলে কিন্তু আপনার খরচ কমবে। নতুন নিয়ম অনুযায়ী সল্টেড পপকর্নের উপর মাত্র ৫ শতাংশ জিএসটি বসবে। তবে আপনার প্রেমিকার যদি ক্যারামেল পপকর্ন পছন্দ হয়, তা হলে কিন্তু আপনার খরচ বাড়বে। এ ক্ষেত্রে আপনাকে ১৮ শতাংশ জিএসটি দিতে হবে। আগে ১২ শতাংশ জিএসটি দিতে হত। অর্থাৎ ৫০০ টাকার সল্টেড পপকর্ন কিনতে খরচ হবে ৫২৫ টাকা আর ৫০০ টাকার ক্যারামেল পপকর্ন কিনতে খরচ পড়বে ৫৮০ টাকা।

নরম পানীয়: সিনেমা দেখতে দেখতে অনেকেই নরম পানীয়ে চুমুক দিতে ভালবাসেন। সোডা, দুগ্ধজাত বা ক্যাফিনজাতীয় পানীয়ের ক্ষেত্রে জিএসটি ২৮ শতাংশ থেকে বাড়িয়ে ৪০ শতাংশ করা হয়েছে। অর্থাৎ ৩৫০ টাকার একটি নরম পানীয় কিনতে এ বার ৪৯০ টাকা খরচ করতে হবে।

আইসক্রিম: সিনেমা দেখতে দেখতে আইসক্রিম, পেস্ট্রি, বিস্কুট খেতে মন চাইলে এ বার থেকে আপনার পকেটে একটু হলেও কম চাপ পড়বে। আইসক্রিম, পেস্ট্রি, বিস্কুটের উপর জিএসটি ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। অর্থাৎ ১২০ টাকার এক স্কুপ আইসক্রিম আগে প্রায় ১৪১ টাকায় কিনতে হত এখন তা ১২৬ টাকাতেই কিনতে পারবেন।

টুকিটাকি স্ন্যাক্‌স: সিনেমা দেখতে গিয়ে অনেকেই পাস্তা, নুড্লস, বার্গার, পিৎজ়া খান। পশুচর্বি, সসেজ়, সংরক্ষিত বা রান্না করা মাংস, মাছ, পাস্তা, নুডল্‌স, স্প্যাগেটি, পিৎ়জ়া ব্রেড এবং বিভিন্ন সব্জির দাম কমছে। জিএসটি এ সব ক্ষেত্রে ১২ শতাংশ থেকে ৫ শতাংশে নামছে। তাই এ বার থেকে পাস্তা, নুড্লস, বার্গার, পিৎজ়ার দাম কমবে।

এ বার দেখা যাক দুর্গাপুজোর সময় প্রেমিকাকে নিয়ে মাল্টিপ্রেক্সে সিনেমা দেখতে গেলে কমপক্ষে আপনার কত খরচ হতে পারে।

৫০০ টাকা করে দু’জনের টিকিট- ১১৮০ টাকা (১৮ শতাংশ জিএসটি ধরে)

১ টা বড় মাপের সল্টেড পপকর্নের টাব (৮০০ টাকা)- ৮৪০ টাকা (৫ শতাংশ জিএসটি ধরে)

১৮০ টাকা করে ২ টি কোক- ৫০৪ টাকা (৪০ শতাংশ জিএসটি ধরে)

৩০০ টাকার আইসক্রিম- ৩১৫ টাকা (৫ শতাংশ জিএসটি ধরে)

মোট খরচ: ২৮৩৯ টাকা

GST Nirmala Sitharaman
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy