প্রত্যেক জামার প্রকৃতি ভিন্ন। তাদের চাহিদাও ভিন্ন। অন্তর্বাস যত বার কাচা উচিত, শাড়ি তত বার ধুতে নেই। জামার কাপড়ের গুণগত মান যাতে ক্ষয়ে না যায়, তার জন্য কিছু নিয়ম মেনে চলা উচিত। পোশাক অনুযায়ী কাচাকুচি বা ধোয়ার রীতি নিয়ে বিতর্ক রয়েছে চারদিকে। আর যে পোশাকগুলি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়, সেগুলির উপরের দিকেই রয়েছে জিন্স-এর নাম। অনেকের মনেই প্রশ্ন, কত বার ধোয়া উচিত জিন্স? রোজ পরার পরেই ধুয়ে ফেলবেন না কি সপ্তাহে এক-দু’বার?
ডেনিম যত কম ধোয়া হবে, তত ভাল। ঘন ঘন ধুলে কী হয়?
জিন্স যত কম ধোবেন, ততই তার রং, আকৃতি এবং কোমলতা বজায় থাকবে। কেউ কেউ বলেন, জিন্সকে উল্টে দিয়ে (অর্থাৎ বাইরের দিকটা ভিতরে, ভিতরের দিকটা বাইরে এনে) ঠান্ডা জলে উৎকৃষ্ট মানের ডিটারজেন্ট দিয়ে ধোয়া উচিত। এতে জিন্স সহজে বিবর্ণ হয়ে যাবে না, এবং শক্তও হবে না কাপড়টি। প্রতি বার পরার পরেই যদি ধুতে থাকেন, তা হলে দ্রুত ফ্যাকাশে হয়ে আসবে আপনার সাধের জিন্স। ঘন ঘন ধুতে থাকলে কাপড়ের উপর চাপ পড়ে। কাপড় দুর্বল হতে থাকে এবং ছিঁড়ে যেতে পারে।
তা হলে কত বার ধোয়া উচিত জিন্স?
সাধারণত ১০ বার পরার পরে ধোয়া উচিত জিন্স। তবে তার চেয়েও কার্যকরী এক উপায়ে ব্যবধানের হিসেব করতে পারেন আপনি। জিন্স থেকে যখন বাসি, বোটকা বা অপ্রীতিকর দুর্গন্ধ বেরোবে, তখনই ধুয়ে ফেলা ভাল। শুনে ঘৃণার উদ্রেক হতে পারে, কিন্তু এই উপায়েই জিন্সের মানকে ভাল রাখতে পারবেন। অনেকেই জিন্সের কাপড় যাতে নষ্ট না হয়, তার জন্য খরজল এবং ক্ষারীয় সাবান ব্যবহার থেকে বিরত থাকেন। কেউ কেউ আবার ৬ সপ্তাহ অন্তর জিন্স পরিষ্কার করেন।
কী ভাবে জিন্স ধুলে কাপড় ক্ষয়ে যাবে না?
এ ক্ষেত্রে সবচেয়ে কার্যকরী একটি উপায় হল, এক গামলা ঠান্ডা জলে জিন্সটি অনেক ক্ষণ ভিজিয়ে রাখুন। তার মধ্যে অল্প ভিনিগার ঢেলে দিতে পারেন। এর ফলে রং উঠে যাওয়ার ঝুঁকি কমে যায়। তার পর মৃদু সাবান দিয়ে ধুয়ে নিতে পারেন। মেশিনেও দিয়ে দিতে পারেন। তবে একাধিক জিন্স একসঙ্গে কাচতে না দেওয়াই ভাল। একটি একটি করে কাচলে তাদের কাপড়গুলি জড়িয়ে যায় না, রংও স্থানান্তরিত হয় না। কোথাও কোনও দাগ লাগলে, গোটা জিন্স না ধুয়ে সেই অংশটুকু সাফ করে নিলেই কাজ হয়ে যায়। হালকা গরম জলে ভেজানো কাপড় দিয়ে ঘষে দাগ তুলে ফেলা যায়। দুর্গন্ধ দূর করার জন্য সব সময়ে সাবানের প্রয়োজন নেই। একটু রোদ-হাওয়ায় রাখলেই জিন্স আবারও টাটকা সুবাস ছাড়তে পারে। তা ছাড়া গরম জলে জিন্স ধুলে কাপড় দ্রুত নষ্ট হয়ে যেতে পারে।