Advertisement
E-Paper

আপনার জিমেল আইডি অন্য কেউ ব্যবহার করছে! পদক্ষেপ না করলে আশঙ্কা হ্যাকিংয়ের, কী করবেন?

জিমেল অ্যাকাউন্টের সুরক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত। পুরনো বা অপরিচিত কোনও ডিভাইসে আইডি রয়ে গেলে, হ্যাকিংয়ের আশঙ্কা তৈরি হয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মে ২০২৫ ০৯:৫৮
How to check if your google account is being used by someone else

জিমেল সুরক্ষিত না থাকলে হ্যাকিংয়ের আশঙ্কা তৈরি হয়। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ইন্টারনেট যাঁরা ব্যবহার করেন, ‘জিমেল’-এর সঙ্গে তাঁদের নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নেই। একটা সময় ছিল, যখন কোনও ওয়েবসাইটের পূর্ণ সুবিধা নেওয়ার জন্য আলাদা করে অ্যাকাউন্ট তৈরি করতে হত। এখন বেশির ভাগ সময়েই ‘লগ ইন উইদ ইমেল’-এর মাধ্যমে তা করা যায় এবং এ ক্ষেত্রে জিমেল ব্যবহার করেন অজস্র মানুষ।

জিমেল এবং হ্যাকিং

কোনও ওয়েবসাইট এবং অ্যাপে জিমেল দিয়ে লগ ইন করার অর্থ, সেখানে আপনার জিমেল আইডিটি সিঙ্কড হয়ে থাকছে। একের পর এক লগ ইনের পরে, অনেক সময়েই মনে থাকে না, কোথায় কোথায় ব্যক্তিগত ইমেল আইডিটি ব্যবহার করা হয়েছে। এর ফলে ইমেল আইডির নিরাপত্তা বলয় কমে যায়। দীর্ঘ দিন কোনও ওয়েবসাইটে ইমেল আইডি অব্যবহৃত থাকলে, তখন হ্যাকারেরা সেই আইডিকে নিশানা করে। ফলে আপনার মূল্যবান জিমেল আইডিটিও হ্যাক্‌ড হতে পারে। তার ফলে ওই ইমেলের যাবতীয় তথ্য হ্যাকারেরা হাতিয়ে নিতে পারে।

পাশাপাশি থার্ড পার্টি বা পরিচিত নয় এ রকম কোনও ওয়েবসাইটে ইমেলের মাধ্যমে লগ ইন করার অর্থ সেই আইডি তাদের সার্ভারেও জমা থাকছে, যা ইমেল আইডিকে বিপদের সম্মুখীন করতে পারে।

অনেক সময়েই প্রয়োজনে সাইবার ক্যাফে বা অন্য কারও মোবাইল বা ল্যাপটপে জিমেল ব্যবহার করতে হতে পারে। ধরা যাক, তার পর কেউ লগ আউট করতে ভুলে গেলেন। তা হলে কিন্তু অন্য কোনও ব্যক্তি চাইলে অ্যাকাউন্টটিকে ব্যবহার করতে পারেন!

এখন অনেকেই ঘন ঘন মোবাইল ফোন পরিবর্তন করেন। বাড়িতে একাধিক গ্যাজেটের মধ্যেও জিমেল আইডি লগড ইন থাকে। পুরনো অব্যবহৃত ফোন বা কোনও টিভি বা ল্যাপটপেও কিন্তু ইমেল আইডি সিঙ্কড হয়ে থাকে। তাই আপনার জিমেল কোথায় কোথায় ব্যবহৃত হচ্ছে, সে সম্পর্কে সুস্পষ্ট ধারণা না থাকলে, বিপদ ঘনিয়ে আসতে পারে।

গুগ্‌লের সুরক্ষাকবচ

জিমেল কোথায় কোথায় ব্যবহৃত হচ্ছে, তা জানার জন্য গুগ্‌ল নিজেই আইডিটি ট্র্যাক করে। আপনার ইমেল যাতে সুরক্ষিত থাকে, তার জন্য গুগ্‌ল ট্র্যাকিংয়ের পাশাপাশি ওই আইডিটি কোন কোন ডিভাইসে ব্যবহৃত হচ্ছে বা কবে কখন লগ ইন করা হয়েছে, তা-ও নজরে রাখে গুগ্‌ল।

How to check if your Google account is being used by someone else

— প্রতীকী চিত্র।

কী ভাবে শনাক্ত করবেন?

১) মেল আইডি কোথায় কোথায় ব্যবহৃত হচ্ছে তা জানতে প্রথমে জিমেলে প্রবেশ করে ‘ম্যানেজ অ্যাকাউন্টে’ ক্লিক করতে হবে।

২) উপরের ট্যাব থেকে ‘সিকিয়োরিটি’ ট্যাবে (হোম, পার্সোনাল ইনফো, ডেটা অ্যান্ড প্রাইভেসির পর) ক্লিক করতে হবে।

৩) স্ক্রল করে নীচে নামলেই পাওয়া যাবে ‘ইয়োর ডিভাইসেস’ ট্যাবটি। ক্লিক করলেই কোথায় কোথায় ইমেল আইডিটি ব্যবহৃত হচ্ছে, তা জানিয়ে দেবে গুগ্‌ল। যেটির প্রয়োজন নেই, ক্লিক করে (ম্যানেজ অল ডিভাইসেস) তার সঙ্গে জিমেলের যোগসূত্র ছিন্ন করা যেতে পারে।

৪) যে ডিভাইস থেকে জিমেলের যোগসূত্র ছিন্ন করতে চাইছেন, তার উপরে ক্লিক করে ‘সাইন আউট’-এ ক্লিক করতে হবে।

৫) ‘ম্যানেজ অল ডিভাইসেস’-এর নীচে ‘কানেকশন’ ট্যাবটিতে ক্লিক করলে কোন কোন অ্যাপে জিমেল আইডিটি ব্যবহৃত হচ্ছে, তা-ও দেখা সম্ভব। চাইলে কোনও অ্যাপ থেকে ক্লিক করে সাইন আউটও করা সম্ভব।

কী করা উচিত?

সাইবার অপরাধ বিশেষজ্ঞদের একাংশের পরামর্শ, জিমেল যে হেতু কোনও ব্যক্তি বেশির ভাগ সময়েই তাঁর মুখ্য ইমেল হিসেবে ব্যবহার করেন, তাই জিমেলের সুরক্ষার বিষয়টিও গুরুত্বপূর্ণ। যে সমস্ত ওয়েবসাইট, অ্যাপ বা ডিভাইসে জিমেলের প্রয়োজন নেই, গুগ্‌লের সিকিয়োরিটিতে গিয়ে তা ডিলিট করে দেওয়া উচিত।

হারিয়ে যাওয়া ফোন, পুরনো কোনও ডিভাইস বা সাইবার ক্যাফেতে যদি জিমেল ব্যবহার করা হয়, তা হলে সেই যোগসূত্রগুলি অবিলম্বে মুছে দেওয়া উচিত বলেই মনে করছেন সাইবার অপরাধ বিশেষজ্ঞেরা। উল্লেখ্য, এই যোগসূত্র ছিন্ন হলেও ওয়েবসাইট বা অ্যাপে জমা ব্যবহারকারীর পুরনো তথ্যের কোনও ক্ষতি হয় না। পরে প্রয়োজন হলে জিমেলের মাধ্যমেই পুনরায় অ্যাকাউন্টে লগ ইন করা যায়। আবার কাজ হয়ে গেলে যোগসূত্র মুছেও দেওয়া যায়।

Gmail cyber security tips Hacking Email Hacked Lifestyle Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy