জিনস, জগার্স বা স্কার্ট, এমনকি শাড়ি, সব ধরনের পোশাকের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে সাদা স্নিকার্স। কিন্তু যতই কেতাদুরস্ত হোক না কেন, সাদা জুতো কেনা নিয়ে ক্রেতার মনে ভয় থাকে। রাস্তায় বেরোনো মানেই দিন কয়েকের মধ্যে তা ধুলোয় ধূসরিত হয়ে যাবে। দিনের পর দিন দাগহীন রাখা প্রায় অসম্ভব। ঔজ্জ্বল্য এবং রং হারাতে খুব বেশি সময় লাগে না। কিন্তু সাদা স্নিকার্স যদি নিয়মিত পরিষ্কার করেন, তা হলে নিশ্চিন্তে কিনতে পারেন পছন্দের জুতোটি। একেবারে নতুনের মতো দেখতে না হলেও অপরিষ্কার থাকবে না।
সাদা স্নিকার্স কী ভাবে ঘরে পরিষ্কার করবেন সহজে?
ধাপ ১: জুতোর ধরন চিনুন
সব সাদা স্নিকার্স এক জিনিস দিয়ে বা এক ভাবে তৈরি হয় না। লেবেল বা পণ্যের বিবরণ দেখে নিন। উপাদান চিহ্নিত করুন। ক্যানভাস না কি কৃত্রিম চামড়া অথবা মেস, বা অন্য কোনও উপাদান দিয়ে তৈরি কি না জেনে সে ভাবে পরিষ্কারের কাজ শুরু করতে হবে। কারণ প্রত্যেকটির জন্য পদ্ধতি আলাদা। ক্যানভাস আর মেসের জুতোর সহ্যক্ষমতা বেশি। হালকা স্ক্রাবিং বা মৃদু ভাবে ধোয়া যেতে পারে। কিন্তু কৃত্রিম চামড়া স্পর্শকাতর। তাই অতিরিক্ত ভিজিয়ে ফেললে জুতো নষ্ট হয়ে যেতে পারে। তেমনই সোয়েডের ক্ষেত্রেও খুব কম জল ব্যবহার করতে হয় এবং এটি পরিষ্কার করার জন্য বিশেষ সরঞ্জামের প্রয়োজন।
ধাপ ২: জুতোর উপরের এবং ফিতের ধুলো দূর করুন
শুরুতে ফিতে খুলে ফেলুন জুতো থেকে। সেগুলি আলাদা ভাবে পরিষ্কার করে নেবেন। ঈষদুষ্ণ সাবান-জলে ভিজিয়ে, তার পর হাতে কেচে অথবা ওয়াশিং মেশিনেও ধুয়ে নিতে পারেন। স্নিকার্সে কয়েক বার টোকা দিয়ে ময়লা ঝেড়ে ফেলুন। তার পর একটি নরম ব্রাশ বা শুকনো কাপড় নিয়ে আলতো করে ময়লা মুছে ফেলুন।
ক্যানভাস না কি কৃত্রিম চামড়া অথবা মেস, বা অন্য কোনও উপাদান দিয়ে তৈরি কি না জেনে সে ভাবে পরিষ্কারের কাজ শুরু করতে হবে। ছবি: সংগৃহীত।
ধাপ ৩: পরিষ্কার করার মিশ্রণ তৈরি করুন
ক্যানভাস এবং মেসের জুতোর জন্য ঘরে তৈরি মিশ্রণ ব্যবহার করা যেতে পারে। বেকিং সোডা এবং সাদা ভিনিগার সমান সমান পরিমাণে নিয়ে অল্প পরিমাণে গরম জলের সঙ্গে মিশিয়ে নিন। পেস্ট তৈরি না হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। একটি পুরনো টুথব্রাশ বা নরম ব্রাশ ব্যবহার করে বৃত্তাকারে স্নিকার্সের উপরে আলতো করে ঘষুন। কৃত্রিম চামড়ার স্নিকার্সের জন্য ভিনিগার ব্যবহার করবেন না, বরং মৃদু সাবান গরম জলে মিশিয়ে লাগাতে পারেন। একটি নরম কাপড় বা স্পঞ্জ ভিজিয়ে জুতোর উপর আলতে করে বোলাতে হবে। তার পর একটি শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন।
ধাপ ৪: ভাল করে ধুয়ে শুকিয়ে নিন
ক্যানভাস স্নিকার্স প্রথমে ভাল করে ঘষে ঘষে পরিষ্কার করুন। এ বার ভেজা কাপড় দিয়ে সাবানটুকু মুছে ফেলুন। কিন্তু মাথায় রাখতে হবে, বেশি ক্ষণ ভিজিয়ে রাখা যাবে না বা ওয়াশিং মেশিন বা ড্রায়ারে দেওয়া যাবে না। এতে জুতো নষ্ট হয়ে যাবে। মুক্ত বাতাসে শুকোতে দিতে হবে। কৃত্রিম চামড়া বা সোয়েড স্নিকার্স হলে, সরাসরি সূর্যালোকের সংস্পর্শে আনা যাবে না। শুকোনোর সময়ে একটি টোটকার প্রয়োগ করতে পারেন। যাতে জুতোর আকার নষ্ট না হয়, ভিতরে ন্যাপকিন বা খবরের কাগজ দিয়ে ভরে দিতে পারেন।
ধাপ ৫: শেষের যত্ন
স্নিকার্স পুরোপুরি শুকিয়ে গেলে পরিষ্কার করা ফিতেগুলি আটকে দিন। এ বার স্নিকার প্রোটেক্টর স্প্রে ব্যবহার করে দেখতে পারেন। এগুলি ব্যবহার করলে জলের ছোঁয়ায় নষ্ট হবে না অথবা দাগ পড়বে না সহজে। বরং আরও একটু টেকসই থাকবে।