শহরের ব্যস্ত জীবনে বাড়ির বিছানার চাদর আর তোয়ালে যেন ব্যবহারের দিন কয়েকের মধ্যেই জৌলুস হারায়। নিস্তেজ হয়ে পড়ে। অথচ হোটেলে ঢুকলেই চোখে পড়ে নির্মল ঔজ্জ্বল্য, সাদা ধবধবে চাদর, তোয়ালে। তখন মনে হয়, ইশ যদি এমনই সাদায় ঢাকা থাকত আপনার বিছানা! অথবা যদি এমনই শ্বেতশুভ্র চাদরে গা শুকোনো যেত! কিন্তু চটজলদি রং উঠে যাওয়ার ভয়ে আপনি সাদা কেনাই বন্ধ করে দিয়েছেন। হোটেলের মতো সাদা লিনেন ঘরেই যদি পেতে চান, তা হলে সহজ কৌশল মেনে চলতে পারেন।
উষ্ণ জলে চাদর আর তোয়ালে ধোওয়ার আগে কয়েকটি সাধারণ উপাদানের মিশ্রণে ভিজিয়ে রাখলে ময়লা দ্রুত নরম হয়ে আসে। পুরোনো দাগ হালকা হয়, ধুলোর আস্তরণ উঠে যায়, আর কাপড়ের স্বাভাবিক উজ্জ্বল রং আবার ফুটে ওঠে। বিশেষ করে শহরের ধুলো, ঘামের গন্ধ, খসে পড়া মৃত ত্বক আর রান্নাঘরের হালকা তেলচিটে ভাব এই কৌশলে দ্রুত উধাও হয়ে যায়।
চাদর, গামছা সাদা ধবধবে রাখতে কী ভাবে ধোবেন? ছবি: সংগৃহীত।
কী কী উপকরণ মেশাবেন?
পরিশুদ্ধ সাদা ভিনিগারই এখানে মূল উপাদান। এক কাপ বা ২৫০ মিলিলিটার সাদা ভিনিগার জলের সঙ্গে মিশিয়ে ভিজিয়ে রাখতে পারেন। অথবা একেবারে ওয়াশিং মেশিনেও ঢেলে দিতে পারেন। কিন্তু হালকা গরম জলের প্রয়োজন রয়েছে। যদি মেশিনে সে সুবিধা না থাকে, তবে আলাদা করে ভিজিয়ে রাখাই ভাল। তার পর এক বার মেশিনে ঘুরিয়ে নিন। প্রথম বার কোনও সাবান দেবেন না। প্রথম বার ধোয়ার পর দ্বিতীয় বার কেবল ডিটারজেন্ট দিয়ে ঘুরিয়ে নিন মেশিনে। আর কিছু যোগ করার দরকার নেই। এর পর বার করে কাপড়গুলি ভাল করে শুকিয়ে নিন। খেয়াল রাখবেন, একসঙ্গে অনেকগুলি কাপড় ভরবেন না মেশিনে। তাতে ভাল করে ঘোরার জায়গা পায় না তোয়ালে বা চাদর।
হোটেলগুলি এমন পদ্ধতি বেছে নেয় তার কারণ, এটি গভীর ভাবে পরিষ্কার করে। কিন্তু কাপড়ের তন্তু নষ্ট করে না। বরং লিনেনের নরম ভাব বজায় থাকে, আর শুকোনোর পর চাদরটি আবার ফুরফুরে আমেজে ফিরে যায়। বাড়িতেও একই ফল পেতে চাইলে ধোওয়ার আগে নিয়মিত ভিজিয়ে রাখার ধাপটি যোগ করুন। এতে রং উজ্জ্বল থাকে, দাগ উঠে যায়, ধূসর ভাব থাকে না, আর শোয়ার ঘরটি যেন আরও পরিপাটি লাগে। একই ভাবে সাদা ধবধবে তোয়ালে দিয়ে গা শুকোতেও ভাল লাগে।