মুঠোর মধ্যে ফোন। আর তার মুঠোয় নিজের প্রায় গোটা জগৎটি। পরিচিতদের যোগাযোগের নম্বর থেকে নিজের প্রয়োজনীয় হাজার খুঁটিনাটি তথ্য— সবই থাকে তাতে। স্মৃতিও বন্দি থাকে সেই ফোনেই। ১০ বছর আগে কোথায় বেড়াতে গিয়েছিলেন, সে ছবিও সযত্নে রাখে মোবাইল ফোনটিই। এ হেন গুরুত্বপূর্ণ বস্তুটি হঠাৎ কাছ ছাড়া হয়ে গেলে কী যে অসহায় লাগে। ফোনটি খুঁজে বার করতেও যে ফোনই চাই, এমনই মনে হয় অনেকের। এ দিকে অন্যের ফোন কোনও মতে জোগাড় করে নিজের নম্বর লাগিয়ে দেখলেন, ততক্ষণে আপনার উধাও হওয়া ফোনটি বন্ধ। বারবার শুধু শোনা যাচ্ছে ‘সুইচড অফ’। এ বার কী ভাবে খুঁজে পাবেন নিজের হারানো ফোন?
হারানো স্মার্টফোন খুঁজে পাওয়ার একাধিক উপায় রয়োছে। তবে তার জন্য ফোনটি চালু থাকতে হবে। কিন্তু বন্ধ করে রাখা স্মার্টফোন খুঁজে বার করাও অসম্ভব নয়। কী করতে হবে?