Advertisement
২৭ এপ্রিল ২০২৪
skin care

ত্বক বাঁচাতে মেক আপের সময় খেয়াল রাখুন এ সব

মেক আপ কিটই হোক বা কোনও ফেশিয়াল ক্রিম, এগুলি কত দিন ব্যবহার করবেন, কী ভাবে পরিষ্কার রাখবেন সে দিকেও নজর দিন।

মেক আপ করার সময় খেয়াল রাখুন ত্বকেরও। ছবি: শাটারস্টক।

মেক আপ করার সময় খেয়াল রাখুন ত্বকেরও। ছবি: শাটারস্টক।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৩ জুন ২০১৯ ১৬:০২
Share: Save:

সৌন্দর্য ধরে রাখাই কেবল নয়, ত্বক ভাল রাখাটাও সমান গুরুত্বপূর্ণ। রূপচর্চার ফাঁকে সেই বিষয়টিতে ফাঁক থেকে গেলে কিন্তু ত্বকেরই ক্ষতি। সৌন্দর্য বজায় রাখতে ফেশিয়াল মাস্ক, নিয়মিত ক্লিনজিং থেকে শুরু করে নানা রকমের পদ্ধতি আমরা মেনে চলি। তাতে দোষ নেই, সমস্যা শুরু হয় ত্বকের প্রতি উদাসীন থাকলে।

আসলে রূপচর্চাতেও কিছু বাড়তি রাসায়নিক উপাদান ত্বকে জমতে থাকে। তা থেকে অপরিচ্ছন্নতা যেমন বাড়ে তেমনই ত্বকের ক্ষতি হওয়া শুরু হয়।

তাই মেক আপ কিটই হোক বা কোনও ফেশিয়াল ক্রিম, এগুলি কত দিন ব্যবহার করবেন, কী ভাবে পরিষ্কার রাখবেন সে দিকেও নজর দিন। কোন কোন বিষয়গুলি মাথায় রাখবেন জানেন?

আরও পড়ুন: কলকাতায় জন্ডিস আতঙ্ক, কী কী লক্ষণে সতর্ক হবেন, অসুখ এড়াবেনই বা কী করে?

বাজারে বিভিন্ন ধরনের প্রডাক্ট কিনতে পাওয়া যায়। এর মধ্যে বেশ কিছু ক্ষতিকারক কেমিক্যালও থাকে। তাই যাই কিনবেন ভাল করে উপাদান ও ব্যবহারিক নিয়ম পড়ে নিন। নিজের ত্বকের সঙ্গে কোন উপাদান ভাল যাবে, তা দেখেই কিনুন। চেষ্টা করবেন অ্যালকোহল-যুক্ত প্রডাক্ট না কেনার। মেক আপ তো করেন। কিন্তু মেক আপ ব্রাশ কতটা পরিষ্কার ভেবে দেখেছেন কি। তাই পরিচ্ছন্নতা বজায় রাখতে নিয়মিত মেক আপ ব্রাশগুলি পরিষ্কার করুন। ঈষদুষ্ণ জলে মাইল্ড কোনও লিকুইড সোপ দিয়ে এই ব্রাশগুলি ধুয়ে রাখুন। শুকিয়ে গেলে তবেই মেক আপ কিটে রাখবেন। যেগুলির ব্রিসলস নষ্ট হয়ে গিয়েছে, ফেলে দিন।

অতিরিক্ত রাসায়নিক মেশানো মেক আপ এড়িয়ে চলুন।

ঘরে তৈরি মাস্ক ত্বকের পক্ষে ভাল। কিন্ত। অনেকে একটা ভুল করেন। ঘরে তৈরি মাস্ক বা ফেসপ্যাক বানিয়ে কিছুটা ব্যবহার করে রেখে দেন। এটা করবেন না। বাকিটা ফেলে দিন। মেক আপ রিমুভার হিসেবে যদি অতিরিক্ত কেমিক্যাল যুক্ত প্রডাক্ট ব্যবহার করেন তা ফেলে দিন। বদলে অলিভ অয়েল বা বেবি অয়েল ব্যবহার করুন।

আরও পড়ুন: ওষুধ, স্প্রে ছাড়াই বশে থাকবে সাইনাস, মেনে চলুন এ সব উপায়

মেক আপ বা রূপচর্চার যে কোনও প্রডাক্টই খুব গরমের মধ্যে রাখবেন না। এতে সেগুলি তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। এক্সপায়ার করে গেলে সেই প্রডাক্ট আর মেক আপ কিটে রেখে দেবেন না। ফেলে দিন। নিয়মিত পরিষ্কার করুন মেক আপ কিট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Make Up Tips Skin Care Tips Beauty Tips Skin Care
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE