Advertisement
২৪ এপ্রিল ২০২৪

কম্পিউটার নতুনের মতো রাখার ৮ উপায়

নিজে ভাল থাকার জন্য বছরে অন্তত একবার আমরা সবাই চিকিতসকের কাছে যাই। গাড়ি ভাল রাখার জন্য সার্ভিসিংও করাই মাঝেমধ্যেই। এমনকী বাড়ি ‘স্বাস্থ্য’ পরীক্ষাও করাই আমরা। কিন্তু সমস্যা না হলে আপনি কি কখনও বাড়ির কম্পিউটার সার্ভিসিংয়ের কথা ভেবেছেন কি?

প্রচুর ছবি জমাবেন না: স্মার্টফোন আর ডিজিটাল ক্যামেরার কল্যাণে এখন প্রচুর ছবি তোলা হয়। কিন্তু এই সব ছবিই যে জমিয়ে রাখতে হবে, এর তো কোনও মানে নেই।<br>  যত বেশি ছবি কম্পিউটারে জমিয়ে রাখবেন, ততই কম্পিউটারের জায়গা কমতে থাকবে। তাই ছবি বাছাই করে কম্পিউটারে রাখুন।

প্রচুর ছবি জমাবেন না: স্মার্টফোন আর ডিজিটাল ক্যামেরার কল্যাণে এখন প্রচুর ছবি তোলা হয়। কিন্তু এই সব ছবিই যে জমিয়ে রাখতে হবে, এর তো কোনও মানে নেই।<br> যত বেশি ছবি কম্পিউটারে জমিয়ে রাখবেন, ততই কম্পিউটারের জায়গা কমতে থাকবে। তাই ছবি বাছাই করে কম্পিউটারে রাখুন।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ মে ২০১৬ ১১:২৮
Share: Save:

নিজে ভাল থাকার জন্য বছরে অন্তত একবার আমরা সবাই চিকিতসকের কাছে যাই। গাড়ি ভাল রাখার জন্য সার্ভিসিংও করাই মাঝেমধ্যেই। এমনকী বাড়ি ‘স্বাস্থ্য’ পরীক্ষাও করাই আমরা। কিন্তু সমস্যা না হলে আপনি কি কখনও বাড়ির কম্পিউটার সার্ভিসিংয়ের কথা ভেবেছেন কি? গাড়ি-বাড়ির মতো কম্পিউটারেরও যত্ন নিন। আর তা হলেই দেখবেন একদম নতুনের মতোই কাজ করছে পুরনো কম্পিউটার। কম্পিউটার নতুনের মতো রাখার কিছু জন্য রইল কিছু টিপস।

আরও পড়ুন: কম্পিউটারে রিফ্রেশ বাটনের কাজ কী জানেন?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

computer desktop software
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE