Advertisement
২০ এপ্রিল ২০২৪

স্মার্টফোনে পাসওয়ার্ড প্যাটার্ন ভুলে গেলে কী করবেন? জেনে নিন

স্মার্টফোন মানেই গুচ্ছ গুচ্ছ ছবি, ফাইল, গান, সিনেমা, ভরা অমূল্য এক জিনিস। কয়েক মিনিট হাতের কাছে না থাকলে জীবনটাই কেমন যেন দমবন্ধ হয়ে যায়। তা এমন অমূল্যে ভাণ্ডারে ঠাসা স্মার্টফোন কি আর পাসওয়ার্ড ছাড়া রাখা যায়?

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৬ ১১:১৭
Share: Save:

স্মার্টফোন মানেই গুচ্ছ গুচ্ছ ছবি, ফাইল, গান, সিনেমা, ভরা অমূল্য এক জিনিস। কয়েক মিনিট হাতের কাছে না থাকলে জীবনটাই কেমন যেন দমবন্ধ হয়ে যায়। তা এমন অমূল্যে ভাণ্ডারে ঠাসা স্মার্টফোন কি আর পাসওয়ার্ড ছাড়া রাখা যায়? যার তার হাতে পড়ে গেলেই তো গেল! কিন্তু পাসওয়ার্ড দিলেও আরেক ঝক্কি। তা আবার মনে রাখতে হয়। হাজার কাজের মাঝে অত মনে রাখা যায় নাকি? আর পাসওয়ার্ড প্যাটার্ন ভুলে গেলেই মাথায় হাত। চোখের সামনে জ্বলজ্বল করছে স্মার্টফোন, হাত নিশপিশ করছে অথচ কিছুই করতে পারছেন না। জেনে নিন এমনটা হলে কী ভাবে আবার চালুন করবেন ফোন। কী ভাবেই বা ফিরে পাবেন মুছে যাওয়া ডেটা।

১। স্মার্টফোন সুইচ অফ করুন।

২। এ বার ভলিউম বোতাম, পাওয়ার বোতাম ও হোম স্ক্রিন বোতাম এক সঙ্গে টিপুন।

৩। পাঁচটি অপশন ভেসে উঠবে স্ক্রিনে-

রিবুট ডেটা হোয়াইপ ডেটা/ফ্যাক্টরি রিসেট ইনস্টল আপডেট পাওয়ার ডাউন অ্যাডভান্স অপশন

৪। দ্বিতীয় অপশন অর্থাত্ হোয়াইপ ডেটা/ফ্যাক্টরি রিসেট সিলেক্ট করুন করে ‘ইয়েস’ প্রেস করুন। তবে এটা করার আগে এক বার ভেবে দেখুন। কারণ এক বার এটা করে ফেললে আপনার আগের সব ডেটা মুছে যাবে। তাই সব সময় ডেটা ব্যাক আপ নিয়ে রাখুন।

৫। কিছু ক্ষণ পর আপনার ফোন রিস্টার্ট করতে চইবে। তখন সহজেই ফোন আনলক করে নতুন প্যাটার্ন সেট করুন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

smartphone password pattern
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE