মুখচোরা বলে আপনার বাচ্চা কি বন্ধুবান্ধবদের সঙ্গে সহজ ভাবে মিশতে পারে না? তবে ছোটবেলা থেকেই তার দিকে বিশেষ ভাবে নজর রাখুন। চাইল্ড থেরাপিস্ট জয়শ্রী নায়ারের মতে, বাচ্চারা যাতে ছোটবেলা থেকেই নিজের মনের ভাব প্রকাশ করতে পারে সে দিকে মা-বাবার খেয়াল রাখা উচিত। তিনি জানিয়েছেন, স্কুলে বিভিন্ন বিষয়ে কথা বলার সুযোগ থাকলেও নিজের বাড়িতে অনেক সময়ই তা করতে পারে না তারা। এতে বাচ্চাদের মানসিক বিকাশ ব্যাহত হয়। মুখচোরা বাচ্চাদের বেড়ে ওঠার দিনগুলোতে কী কী বিষয়ে নজর রাখবেন তা জেনে নিন।
আরও পড়ুন: ঘর সাজিয়ে তুলুন পুরনো কাচের বোতলে, জেনে নিন কী ভাবে