Advertisement
E-Paper

মেট গালা ‘অভিশপ্ত’! শাহরুখ, প্রিয়ঙ্কারা যে অনুষ্ঠানে ঘুরে এলেন, তা নিয়ে রয়েছে এক ‘অদ্ভুত’ বিশ্বাস

মেট গালা নিয়ে প্রচলিত ওই ধারণা বলছে, দম্পতিদের জন্য মেট গালা ‘অভিশপ্ত’। শুধু তা-ই নয়, মেট গালায় যদি কোনও জুটির প্রথম আলাপ হয়, তবে তাঁদের সম্পর্কও বেশি দূর এগোয় না।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মে ২০২৫ ১৭:৪৩
মেট গালায় উপস্থিত ছিলেন শাহরুখ খান, প্রিয়ঙ্কা চোপড়া, কিয়ারা আডবাণী, দিলজিৎ দোসাঞ্জের মতো তারকারা।

মেট গালায় উপস্থিত ছিলেন শাহরুখ খান, প্রিয়ঙ্কা চোপড়া, কিয়ারা আডবাণী, দিলজিৎ দোসাঞ্জের মতো তারকারা। ছবি : সংগৃহীত।

মেট গালা নিয়ে বিস্তর হইচই হল ক’দিন। নিউ ইয়র্ক সিটিতে তারকাদের পৌঁছনো থেকে শুরু করে মেট গালার লাল গালিচায় তাঁরা কেমন সাজগোজ করে হাঁটলেন, তার পরে কী বললেন, সব কিছু দেখতে, জানতে নজর ঘুরিয়েছিল দুনিয়ার সংবাদমাধ্যম। আপাতত সেই তারকারা যে যাঁর দেশে। বলিউডের শাহরুখ খান, কিয়ারা আডবাণী, সিদ্ধার্থ মালহোত্র, দিলজিৎ দোসাঞ্জ, প্রিয়ঙ্কা চোপড়ার মতো তারকারা নিউ ইয়র্ক সিটিকে বিদায় জানিয়েছেন। মেট গালা থেকে ফিরে গিয়েছেন হলিউড তারকারাও। তবে প্রচলিত একটি ধারণা মানলে, এর পরেও ওই তারকাদের জীবনে পড়তে পারে মেট গালার দীর্ঘস্থায়ী প্রভাব। বিশেষ করে তাঁদের উপর, যাঁরা এই প্রথম বার মেট গালায় এলেন এবং জোড়ায় এলেন!

মেট গালায় বলিউডের তারকারা।

মেট গালায় বলিউডের তারকারা। ছবি: সংগৃহীত।

মেট গালা নিয়ে প্রচলিত ওই ধারণা বলছে, ওই দম্পতিদের জন্য মেট গালা ‘অভিশপ্ত’। শুধু তা-ই নয়, মেট গালায় যদি কোনও জুটির প্রথম আলাপ হয়, তবে তাঁদের সম্পর্কও বেশি দূর এগোয় না। এমন ধারণাকে অবশ্য 'সংস্কার' বলাই ভাল। কারণ এর কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। কিন্তু মেট গালা-র ইতিহাস বলছে, এমন বহু উদাহরণ রয়েছে। যখনই কোনও তারকা জুটি প্রথম বার দম্পতি হিসাবে মেট গালায় এসেছেন, তাঁদের সম্পর্ক হয় নষ্ট হয়েছে, নয়তো তাঁরা কোনও না কারণে পরষ্পরের থেকে বিচ্ছিন্ন হয়েছেন।

তালিকায় রয়েছেন হলিউডের টেলর সুইফ্‌ট, জেনিফার লোপেজ, সেলেনা গোমেজ়, রবার্ট প্যাটিনসন, মাইলি সাইরাস, কিম কার্দাশিয়ান, জেক গিলেনহাল, ক্যাপটেন অ্যামেরিকা খ্যাত ক্রিস ইভান, আমেরিকার সুপার মডেল গিগি হাদিদ-সহ বহু খ্যাতনামীই। এমনকি, ধনকুবের ইলন মাস্কও প্রথম বার প্রেমিকা গ্রিমসের সঙ্গে মেট গালায় আসার বছর কয়েকের মধ্যেই তাঁদের সম্পর্ক ভাঙে।

তবে এর ব্যতিক্রমও আছে। আর তা আছে খাস বলিউডেই। অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া এবং তাঁর স্বামী নিক জোনাসেরই প্রথম আলাপ হয়েছিল মেট গালায় ২০১৭ সালে। তার পরেই তাঁদের প্রেম এবং বিয়ে। সেই বিয়েরও ৬ বছর পার হল গত ডিসেম্বরে। এখন দম্পতির এক কন্যাসন্তানও আছে। এ বছরের মেট গালাতেও জুটিতে হাজির হয়েছিলেন দু’জন। সে ক্ষেত্রে মেট গালার তথাকথিত ‘অভিশাপ’ যে তাঁদের উপর কাজ করেনি, তা স্পষ্ট।

Met Gala 2025 Shah Rukh Khan Diljit Dosanjh Kiara Advani Siddharth Malhotra Priyanka Chopra Nick Jonas
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy