Advertisement
২৫ এপ্রিল ২০২৪

টক্কর দিতে আসছে কে ৪

বাজেট ফোন হিসেবে ভারতে ইতিমধ্যে সুনাম কুড়িয়েছে চিনা কোম্পানি লেনোভো। ‘কে ৩ নোট’ বা ‘ভাইব শট’ বাজারে ভালই সাড়া ফেলেছে। ‘কে’ সিরিজকে আরও জনপ্রিয় করে তুলতে চিনের এই ফোন কোম্পানি নতুন বছরে ভারতের বাজারে আনছে কে ৪ নোট’।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৫ ১১:১৪
Share: Save:

বাজেট ফোন হিসেবে ভারতে ইতিমধ্যে সুনাম কুড়িয়েছে চিনা কোম্পানি লেনোভো। ‘কে ৩ নোট’ বা ‘ভাইব শট’ বাজারে ভালই সাড়া ফেলেছে। ‘কে’ সিরিজকে আরও জনপ্রিয় করে তুলতে চিনের এই ফোন কোম্পানি নতুন বছরে ভারতের বাজারে আনছে কে ৪ নোট’।

‘কে ৪ নোট’ বাজারে নিয়ে আসার আগেই এই সিরিজের ‘কে ৩ মিউজিক এডিশন’ ইতিমধ্যে নিয়ে এসেছে কোম্পানিটি। যাঁরা গান শুনতে ভাল বাসেন মূলত তাঁদের দিকে লক্ষ্য রেখে ফোনটি তৈরি করা হয়েছে।

• এতে রয়েছে ১.৭ জিএইচজেড অক্টাকোর প্রসেসর। অ্যান্ড্রয়েড ৫.৫। ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে আরও ৩২ জিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে।

• ডুয়াল সিমের এই ফোনে রয়েছে ১৩ মেগাপিক্সেল ব্যাক ও ৫ মেগাপিক্সেল সেলফি ফ্রন্ট ক্যামেরা। ফুল এইচডি আইপিএস ডিস্লের সঙ্গে রয়েছে ২৯০০ এমএইচ ব্যাটারি।

• তবে এর গুরুত্বপূর্ণ ফিচার হল সাউন্ড। ৩৬০ ডিগ্রি ডলবি সারাউন্ডিং সাউন্ড, যা গান শোনার জন্য ভালই।

তবে নতুন বছরের শুরুতেই চমক দিতে লেনোভো নিয়ে আসছে ‘কে ৪ নোট’। হাই কনফিগারেশনের গেম খেলা বা ফুল এইচডি সিনেমা দেখার জন্য এই ফোন উপযুক্ত হতে পারে।

• এতে আছে ৩ জিবি র‌্যাম। ১০৮০X১৯২০ পিক্সেল যুক্ত ৫.৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে। এ ছাড়াও আছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। থাকবে মেটাল বডি। ক্যামেরা ও অন্য ফিচারগুলি বেশ ভালই হবে বলে মনে করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE