মাঝে আর একদিন। তার পরেই নতুন বছর। নতুন সকাল। এই বছরের যাবতীয় ভাল-মন্দ, প্রাপ্তি-অপ্রাপ্তি, জীবনের টানাপোড়েন নিয়ে একটা নতুন বছরে পা রাখা। বছরের প্রথম দিন কী ভাবে উদ্যাপন করবেন, সে পরিকল্পনা ইতিমধ্যেই ছকে নিয়েছেন অনেকেই। তবে শুধু বছরের প্রথম দিন নয়, সারা বছর নিজেকে ভাল রাখতে মেনে চলুন কয়েকটি বিষয়।
নতুন বছরে ভালবাসুন নিজেকে
আপনি যদি বাড়ির কর্তা কিংবা গিন্নি হয়ে থাকেন, তা হলে আপনি নিশ্চয় পরিবারের সকলের ভাল থাকার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। আর এই গুরু দায়িত্ব সামলাতে গিয়ে নিজের দিকে ফিরে তাকানোর সময় হয়নি তো? জানবেন অন্যকে ভাল রাখতে গেলে আগে নিজের ভাল থাকাটা জরুরি। তাই এই নতুন বছরে নিজেকে খানিক ভালবাসুন। নিজের প্রিয় কিছু পদ রান্না করুন। ঘুরতে যান। সবচেয়ে বড় কথা নিজেকে সময় দিন আলাদা করে।