সূত্রের খবর, কর্মীদের পাঠানো ই-মেলে নাদেল্লা লিখেছেন, গ্রাহক ও অংশীদারদের ভাল পরিষেবা দেওয়ার জন্য তাঁদের কর্মচারীরা দুর্দান্ত সব কাজ করেন। তাই বরাবরই, মাইক্রোসফটের কর্মচারীদের চাহিদা থাকে তুঙ্গে। কর্মচারীদের এই উদ্যম খুবই প্রশংসনীয় বলেও জানান তিনি। আর সে জন্যই মাইক্রোসফট নিজের কর্মীদের উপর দীর্ঘমেয়াদি ভিত্তিতে লগ্নি করতে চায়। সেই লক্ষ্যেই সংস্থাটি তাদের ‘গ্লোবাল মেরিট বাজেট’ দ্বিগুণ করতে চলেছে বলেও জানান মাইক্রোসফটের সিইও।
তবে এই বেতনবৃদ্ধি সর্বত্র সমান হবে না বলেই খবর। বিভিন্ন দেশের স্থানীয় বাজারদরের উপর ভিত্তি করে বাড়বে বেতন। বিশেষ করে যাঁরা নিজেদের কর্মজীবনের মাঝামাঝি পর্যায়ে রয়েছেন আর যাঁদের অন্যান্য সংস্থাও নিতে আগ্রহী, মূলত তাঁদের ধরে রাখতেই এই বেতন বৃদ্ধি। তবে জেনারেল ম্যানেজার বা ভাইস প্রেসিডেন্টের মতো উচ্চ পদে কর্মরত যে কর্মীরা ইতিমধ্যেই সংস্থার অংশীদারিত্ব পেয়ে গিয়েছেন, তাঁদের বেতন সেই তুলনায় খুব একটা বাড়ছে না।