বসন্ত রঙিন তো হবেই। যেমন চারপাশে সকলের হয়। লাল-হলুদ রঙে ভরে ঝলমল করে নানা দিক। সে রঙিন আবহের সঙ্গে সামঞ্জস্য রেখে সাজতেও ভাল লাগে। প্রকৃতির সঙ্গে মিশে যায় যেন সাজ। তবে এ বসন্তে আলাদা হয়ে উঠতে একটু অন্য ভাবেও সাজিয়ে তোলা যায় নিজেকে। ঠিক যেমনটা করলেন মিমি চক্রবর্তী।