ছবি দিয়ে ব্যক্তিত্ব বিচার করার বিষয়টি নিয়ে সম্প্রতি জোর চর্চা চলছে নেটদুনিয়ায়। নেটমাধ্যমে এমন সব ছবি শেয়ার করে প্রশ্ন ছুড়ে দেওয়া হচ্ছে, বলুন তো এই ছবিতে প্রথমে কী দেখতে পাচ্ছেন? যে ছবিটি আপনার নজরে প্রথমে পড়বে, তার নিরিখেই বোঝা যাবে আপনি কেমন মানুষ, বা আপনার ব্যক্তিত্ব ঠিক কেমন!
সম্প্রতি এমনই দৃষ্টিভ্রমমূলক ছবি নিয়ে নেটাগরিকদের কৌতূহল তুঙ্গে। একটি ছবির আড়ালে লুকিয়ে রয়েছে তিনটি ভিন্ন ছবি। এক এক জনের চোখে এক একটি ছবি ধরা পড়ছে। প্রাথমিক ভাবে এই ছবিটি একটি বয়স্ক মানুষের মুখ বলে মনে হতে পারে। কিন্তু তার আড়ালে আরও তিনটি ছবি লুকিয়ে আছে।
প্রথম দেখায় বেশির ভাগ মানুষের চোখেই বুড়ো মানুষের ছবি ধরা পড়েছে। আপনিও কি সবার প্রথমে তাই লক্ষ করেছেন? তা হলে আপনি এক জন উজ্জ্বল ব্যক্তিত্বের মানুষ। খুব ভাল পর্যবেক্ষক। আপনার চার পাশের লোকজন কোনও সমস্যা হলেই আপনার মতামতের উপরই ভরসা রাখেন।