Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Mobile Cover

Mobile Cover: মোবাইলের কভার হলুদ হয়ে যাচ্ছে? আগের স্বচ্ছ সাদা ভাব ফেরাবেন কী করে

কিছু দিন ব্যবহার করতে না করতে ধুলো এবং ঘামের কারণে এই কভারগুলির রং হলুদ হতে শুরু করে। তখন মোটেই তা দেখতে ভাল লাগে না।

সাধের এই মোবাইল কভারের রং কি কয়েক দিনেই হলুদ হয়ে যাচ্ছে?

সাধের এই মোবাইল কভারের রং কি কয়েক দিনেই হলুদ হয়ে যাচ্ছে? ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২১ ২০:৪৩
Share: Save:

অনেকেই মোবাইল ফোনের কভার ব্যবহার করেন। নানা রঙের এবং ডিজাইনের কভার যেমন পাওয়া যায়, তেমনই পাওয়া যায় একেবারে স্বচ্ছ সাদা কভারও। অনেকেরই পছন্দ এই স্বচ্ছ সাদা কভারগুলিই। কারণ এতে মোবাইলের আসল রং ঢাকা পড়ে না।

কিন্তু এই কভারের সমস্যাও আছে। কিছু দিন ব্যবহার করতে না করতে ধুলো এবং ঘামের কারণে এই কভারগুলির রং হলুদ হতে শুরু করে। তখন মোটেই তা দেখতে ভাল লাগে না। এমন হলে এই কভারগুলি পরিষ্কার করবেন কী করে?

হলুদ হয়ে যাওয়া মোবাইল কভার পরিষ্কার করতে চাই কিছুটা টুথপেস্ট। তার সঙ্গে বাসন পরিষ্কার করার তরল সাবান। অল্প নুন। আর কিছুটা ভিনিগার। এই চারটি উপাদান মিশিয়ে যে তরলটি তৈরি হবে তার মধ্যে কভারটি মিনিট দশের জন্য ডুবিয়ে রাখুন।

এর পরে ভাল করে জল দিয়ে ধুয়ে নিন। নতুনের মতোই স্বচ্ছ সাদা হয়ে যাবে এই কভার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mobile Cover Home Cleaning Tips
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE