হৃদরোগ বা মস্তিষ্কে রক্তক্ষরণের পরে অনেকেরই স্মৃতি চলে যায়। পুরোপুরি না গেলেও আংশিক ভাবে নষ্ট হয়ে যেতে পারে স্মৃতিশক্তি। বিশেষ করে ভাষা এবং কথা বলার ক্ষমতা আংশিক ভাবে হারিয়ে ফেলেন অনেকে। তাঁদের সেই সমস্যার সমাধান হতে পারে গান শোনা। সম্প্রতি এমনই দাবি করা হয়েছে গবেষণায়।
ফিনল্যান্ডের হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ের স্নায়ুবিদ্যা বিভাগের তরফে হালে একটি গবেষণা চালানো হয় হৃদরোগ এবং মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে। গবেষকেরা দেখেন, যাঁরা হৃদরোগ এবং মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে ভাষা সংক্রান্ত স্মৃতির অনেকটা হারিয়ে ফেলেছেন, তাঁদের সেই স্মৃতি ক্রমশ ফিরে আসছে গান শোনার ফলে।
ঠিক কোন ধরনের গানে এই উপকার হচ্ছে? আলাদা করে বিশেষ কোনও গানের প্রভাব কেমন, সে সম্পর্কে আলোকপাত করেননি গবেষকেরা। বরং সব ধরনের গানেই অল্পবিস্তর লাভ হচ্ছে বলে জানিয়েছেন তাঁরা। কণ্ঠসঙ্গীত বা বাদ্যযন্ত্র— সব ধরনের সঙ্গীতই ভাষাগত স্মৃতি ফিরিয়ে আনতে পারে বলে জানিয়েছেন তিনি।