নাগপুরের বাসিন্দা কপিল ওয়াসনিক নামক এক ব্যক্তি নেটমাধ্যমে এক নামকরা বেকারি থেকে অর্ডার করেছিলেন কেক। জনপ্রিয় একটি ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে দেওয়া ওই অর্ডারে কপিল কেক প্রস্তুতকারকদের অনুরোধ করেন, কেকে ডিম রয়েছে কি না, তা যেন জানিয়ে দেওয়া হয় অবশ্যই।