যাঁদের বেশির ভাগ সময়ে চশমা পরে থাকতে হয়, তাঁদের নাকের দু’পাশে চশমার দাগ পড়ে যায়। বছরের পর বছর ধরে এই দাগ ধীরে ধীরে বাড়তে থাকে। বেশি বয়সে পাকাপাকি লালচে ছোপ ধরে যায় নাকের দু’পাশে। কিন্তু অল্প বয়স থেকেই একটু সচেতন হলে এই দাগ কমিয়ে ফেলা সম্ভব।
নাকের দু’পাশ থেকে চশমার দাগ প্রাকৃতিক কয়েকটি উপাদান দিয়েই মুছে ফেলা সম্ভব। কী করে চশমার দাগ নাক থেকে তুলবেন? রইল সন্ধান।