ওজন কমাতে অনেকেই নানা কাজ করেন। শরীরচর্চা, জীবনধারায় বদল— এ সব তো আছেই। তার সঙ্গে খাদ্যতালিকা থেকে বাদ পড়ে দুধ, বাদাম, ঘি-সহ বহু কিছু। কিন্তু এই সব খাবার বাদ দেওয়া কি ঠিক? বিশেষ করে দুধ না খেলে কি ওজন কমে? কী বলছেন চিকিৎসকরা?
হালের কয়েকটি সমীক্ষা বলছে, উল্টোটা ঠিক। অর্থাৎ দুধ খেলে কমতে পারে ওঝন। ওজন কমাতে কী ভাবে সাহায্য করে দুধ? রইল সন্ধান।