বাগানে কাজ করতে বা হাঁটতে গিয়ে পোকা কামড়েছে? খুব সহজেই ঘরোয়া কিছু পদ্ধতিতে তার উপশম করা সম্ভব। তবে বাড়াবাড়ি হলে অবশ্যই নিতে হবে চিকিৎসকের পারমর্শ।
সব পোকার কামড়ে এক রকম উপশমের পদ্ধতি চলবে না। কোন ক্ষেত্রে কী, দেখে নেওয়া যাক।
বাগানে কাজ করতে বা হাঁটতে গিয়ে পোকা কামড়েছে? খুব সহজেই ঘরোয়া কিছু পদ্ধতিতে তার উপশম করা সম্ভব। তবে বাড়াবাড়ি হলে অবশ্যই নিতে হবে চিকিৎসকের পারমর্শ।
সব পোকার কামড়ে এক রকম উপশমের পদ্ধতি চলবে না। কোন ক্ষেত্রে কী, দেখে নেওয়া যাক।
বাগানে হাতের কাছে অ্যালো ভেরা গাছ আছে? তা হলে তার পাতা ভেঙে নিয়ে কামড়ের জায়গায় লাগান। দেখবেন, জ্বালা কমে যাবে।