Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Flex-N-Feel Gloves

এ বার ভিডিও চ্যাটেও ‘ছুঁতে’ পারবেন ওপারের মানুষটিকে

ভালবাসার মানুষটির থেকে দূরে থাকা বড়ই কষ্টকর। যে ভালবাসে সেই শুধু বুঝতে পারে এই ব্যথার কথা। হালফিলে স্কাইপ, ভিডিও কলের জমানায় সেই আক্ষেপটা কিছুটা মেটে বটে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:৩৫
Share: Save:

ভালবাসার মানুষটির থেকে দূরে থাকা বড়ই কষ্টকর। যে ভালবাসে সেই শুধু বুঝতে পারে এই ব্যথার কথা। হালফিলে স্কাইপ, ভিডিও কলের জমানায় সেই আক্ষেপটা কিছুটা মেটে বটে। কিন্তু সে তো শুধুই চোখে দেখা আর কথা বলা। স্পর্শ করা তো যায় না। এ বার সেই আক্ষেপটা খানিকটা হলেও মিটতে চলেছে। সাত সমুদ্র তেরো নদী দূরে থেকেই ভালবাসার মানুষটিকে ছোঁয়া যাবে এ বার। সেই বিশেষ পদ্ধতিই আবিষ্কারের দাবি করলেন কানাডার সিমোন ফ্রেজার বিশ্ববিদ্যালয়ের গবেষক কারমান নিউস্টেডার।

এক বিশেষ ধরনের দস্তানা আবিষ্কার করেছেন তিনি। যাঁর সঙ্গে ভিডিও চ্যাট করছেন, দস্তানাটি পরলেই তাঁকে ‘ছোঁয়া’ যাবে। অর্থাৎ আপনি আপনার সঙ্গীর হাতের স্পর্শ অনুভব করতে পারবেন। তাঁকে আলিঙ্গনও করতে পারবেন। যাঁর সঙ্গে চ্যাট করছেন, বিশেষ এই দস্তানা থাকলে তিনিও দিব্যি অনুভব করতে পারবেন আপনার সেই ভালবাসার ছোঁয়া।

আরও পড়ুন: ছেলের যৌন স্বাস্থ্য বজায় রাখতে বাবারা ডায়েটে রাখুন প্রোটিন

বিশেষ এই দস্তানার নাম দেওয়া হয়েছে ‘ফ্লেক্স-এন-ফিল’। কারমানের দাবি, এর মধ্যে থাকা সেন্সরগুলো মাইক্রো-কন্ট্রোলারের সঙ্গে অ্যাটাচ করা থাকে। ওয়াই-ফাই মডিউলে ব্যবহার করতে হয়। দস্তানার মধ্যে হাত ঢোকাতে হবে। এরপর হাত নাড়লেই সেন্সরগুলো অ্যাক্টিভ হয়ে উঠবে। তবে প্রাথমিক পরীক্ষায় সাফল্য এলেও এখনও অনেকগুলি পরীক্ষা পার করতে হবে এই নতুন আবিষ্কারকে। আর সেই সব পরীক্ষায় পাশ করলেই বাজারে আসবে এই দস্তানা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Flex-N-Feel Gloves Long-distance relationship
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE