অনেক মা ছোট শিশুদের মন ভোলাতে নিজের গয়না, টুকটাক প্রসাধনী তাদের হাতে তুলে দেন। ছোটরাও এগুলি বেশ পছন্দ করে। কিন্তু সমস্যা হয় যখন কোনও কোনও শিশু আস্তে আস্তে প্রসাধনের প্রতি আসক্ত হয়ে পড়ে। অনেক সময়ই বাবা-মা এই অভ্যাস মেনে নিতে পারেন না। রাগ করেন। কিন্তু কী করা উচিত তাঁদের?
১) এখনকার গণমাধ্যমে শিশুরা অনেক সহজেই ফ্যাশন ও প্রসাধনের নানা রকম ছবি দেখতে অভ্যস্ত। তা থেকেই শিশুদের মনে এই সব জিনিস ব্যবহার করার বাসনা তৈরি হতে পারে। হয়তো এটি সাময়িক ইচ্ছা মাত্র। আপনার সন্তানেরও সেই রকম হয়েছে কি? বকাবকি না করে জানতে চান, হঠাৎ করে সে কেন প্রসাধনী ব্যবহার করতে চাইছে?