Advertisement
২০ এপ্রিল ২০২৪
Rakhi

Rakhi Special: মিষ্টিমুখ ছাড়া কি রাখি জমে? ঘরেই বানিয়ে ফেলুন চকোলেট প্যাঁড়া

উৎসবে-পার্বণে মিষ্টি না খেলে চলে! রাখি উপলক্ষে তাই মেলবন্ধন ঘটুক চকোলেট আর মিষ্টির।

চকোলেট প্যাঁড়া।

চকোলেট প্যাঁড়া।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ অগস্ট ২০২১ ১৭:১২
Share: Save:

মিষ্টি ছাড়া কোনও উৎসব বা পার্বণ কল্পনা করা যায় কী? বোধ হয় না। তবে চিরাচরিত মিষ্টির থেকে একটু ভিন্ন স্বাদের মিষ্টিই পছন্দ করে এই প্রজন্মের ছেলে-মেয়েরা। তাই রাখি উপলক্ষে মিষ্টি বানানোর ইচ্ছে হলে মিষ্টির সঙ্গে দোসর হিসেবে রাখুন চকোলেটকেও। চকোলেট কেক বা মিষ্টি বানাতে অনেক কিছু উপকরণ লেগে যাবে ভাবছেন? একেবারেই না। এই মিষ্টি বানানো যাবে ঘরে থাকা উপকরণ দিয়েই।

চকোলেট প্যাঁড়া

উপকরণ:

দুধ: ১ / কাপ

চিনি: / কাপ

নারকেল কোরা: ১ / কাপ

গুঁড়ো দুধ: / কাপ

ডার্ক চকোলেট: ২০০ গ্রাম

চকোলেট প্যাঁড়া।

চকোলেট প্যাঁড়া।

প্রণালী:

প্যান গরম করে তাতে দুধ দিন। এরপর দুধের সঙ্গে চিনি মেশান।

অনবরত নাড়তে থাকুন যতক্ষণ না চিনি ঠিক ভাবে দুধের সঙ্গে মিশে যায়।

এরপর নারকেল কোরা ও গুঁড়ো দুধ মিশিয়ে নাড়তে থাকুন, যতক্ষণ পর্যন্ত না দুধটা টেনে নিয়ে পুরো মিশ্রণটি ঘন হয়ে যায়।

এরপর প্যান থেকে মিশ্রণটি নামিয়ে একটি থালায় রেখে একটু ঠান্ডা হতে দিন। মিশ্রণটি ঘরের তাপমাত্রায় চলে এলে হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে ছোট ছোট প্যাঁড়ার আকার দিন।

হয়ে গেলে প্যাঁড়াগুলিকে ফ্রিজের মধ্যে ঘণ্টাদুয়েক রাখুন।

অন্য দিকে একটি প্যানে জল গরম করতে দিয়ে তার উপর একটি পাত্র রেখে ডার্ক চকোলেটটি সেই ভাপে গলতে দিন।

ফ্রিজ থেকে একটু শক্ত হয়ে যাওয়া প্যাঁড়াগুলি বার করে এই চকোলেটে ডুবিয়ে একটি বাটার পেপারের উপর রেখে মিনিট ১৫ ফ্রিজে রাখুন।

হয়ে গেলে প্যাঁড়াগুলি বার করে আলাদা আলাদা করে সুইট পেপার কাপে বসান। উপরে ভাঙা পেস্তাবাদাম বসিয়ে পরিবেশন করুন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rakhi Dessert Dessert Recipe
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE