পরস্পরের প্রতি ভালবাসা, বিশ্বাস, বন্ধুত্ব ইত্যদিই সম্পর্ক দীর্ঘস্থায়ী করার ক্ষেত্রে জরুরি। তবে হালের একটি গবেষণা বলছে, দীর্ঘস্থায়ী সুখী সম্পর্কে থাকতে সঙ্গী হিসাবে বেছে নিতে হবে স্থূলকায় কোন ব্যক্তিকেই।
গবেষণায় দেখা গিয়েছে, একসঙ্গে অনেক দিন ধরে সম্পর্কে রয়েছেন এমন দু'জন অথবা একজনের ওজন স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি। অন্য একটি সমীক্ষায় এর কারণ উঠে এসেছে। প্রায় ২৩৫ জন পুরুষ এবং মহিলার মধ্যে এই সমীক্ষা চালানো হয়েছিল। উভয় পক্ষই বলেছেন যে, সঙ্গী হিসাবে তাঁদের স্থূলকায় মানুষকেই পছন্দ। এতে শারীরিক সম্পর্ক অনেক বেশি উপভোগ্য হয়। বিশেষ করে মহিলারা বলছেন, পুরুষ-শরীরকে বেশি মাত্রায় অনুভব করার ক্ষেত্রে মেদবহুল দেহ বাড়তি সুবিধা দেয়।