Advertisement
E-Paper

প্রাক্তন প্রধানমন্ত্রী ও ‘সুন্দরী’! জাস্টিন ট্রুডোর সঙ্গে নৈশভোজ অভিসারে পপ গায়িকা কেটি পেরি!

গত ২৮ জুলাই, সোমবার মনট্রিলের ল প্ল্যাটোর এক স্থানীয় রেস্তরাঁ ‘ল ভিওলোন’-এ দেখা করেন কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী এবং মার্কিন পপতারকা। সেই আসরের ছবি সংবাদসংস্থা টিএমজ়েড-এর গোপন ক্যামেরায় ধরা পড়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ জুলাই ২০২৫ ১৫:১৩
জাস্টিন ট্রুডো এবং কেটি পেরি।

জাস্টিন ট্রুডো এবং কেটি পেরি। ছবি : সংগৃহীত।

এক জন বিশ্বের সুদর্শন রাজনৈতিক নেতাদের মধ্যে অন্যতম। বিবাহবিচ্ছিন্ন। দু’বছর হল ‘একাকী’। অন্য জন পপ দুনিয়ার প্রথম পাঁচ ‘সুপারস্টার’-এর এক জন। তথাকথিত সুন্দরী। জনপ্রিয়। এক মাস আগেও হলিউডের এক তারকা অভিনেতার সঙ্গে সম্পর্কে ছিলেন। সেই সম্পর্কে সদ্য ইতি পড়েছে । তার পরেই প্রথম জন এবং দ্বিতীয় জন পরস্পরের সঙ্গে বেরোলেন নৈশভোজ অভিসারে!

প্রথম জন কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। দ্বিতীয় জন আমেরিকার পপ তারকা কেটি পেরি। দু’জনের জগৎ আলাদা। বিচরণক্ষেত্র ভিন্ন। মাঝের ভৌগোলিক দূরত্বও ৪৭৮৩ কিলোমিটারের। এত বাধা পেরিয়ে এঁদের দু’জনের সম্পর্ক গড়ে উঠতে পারে তা ঘুণাক্ষরেও টের পায়নি অঙ্ক কষে সম্পর্কের ভবিষ্যদ্বাণী করা ঘটককুল। তাই জাস্টিন আর কেটিকে মুখোমুখি নৈশভোজের টেবিলে দেখে চমকে গিয়েছেন সবাই।

গত ২৮ জুলাই, সোমবার মনট্রিলের ল প্ল্যাটোর এক স্থানীয় রেস্তরাঁ ‘ল ভিওলোন’-এ দেখা করেন কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী এবং মার্কিন পপতারকা। জাস্টিনের সঙ্গে দেখা করবেন বলে ক্যালিফোর্নিয়া থেকে প্রায় পাঁচ হাজার কিলোমিটার পথ অতিক্রম করে কানাডার মনট্রিলে যান কেটি। তার পরে ৫৩-র জাস্টিন এবং ৪০-এর কেটি একসঙ্গে নৈশাহার সারেন। কেমন ছিল সেই নৈশভোজ অভিসারের আসর?

সেই ছবি ধরা পড়েছে সংবাদসংস্থা টিএমজ়েড-এর গোপন ক্যামেরায়। আর তার থেকেই উঠে এসেছে দুই জগতের দুই তারকার ‘ডিনার ডেট’-এর টুকিটাকি বিবরণ। যেমন, নৈশভোজের টেবিলে কী কী ছিল? খাওয়াদাওয়ার পরে দু’জনে সেখানে কী কী করলেন ইত্যাদি।

সংবাদসংস্থা সূত্রের খবর, কেটি এবং জাস্টিন সে দিন মদ্যপান করেছিলেন। তাঁদের টেবিলে সাজানো ছিল ককটেলের গ্লাস। এ ছাড়া বেশ কিছু খাবারের থালাও সাজিয়ে দিয়েছিলেন রেস্তরাঁর রন্ধনশিল্পী ড্যানি স্মাইল। সেই সব খাবারের মধ্যে একটি ছিল বিঘত মাপের চিংড়ি মাছের কোনও ব্যঞ্জন।

খাবার এবং পানীয় যে কেটি এবং জাস্টিন বেশ উপভোগই করেছেন, তার প্রমাণ মেলে নৈশাহার শেষে। দু’জনেই নিজেদের টেবিল ছেড়ে রেস্তরাঁর রান্নাঘরের দিকে এগিয়ে যান। রন্ধনশিল্পী এবং তাঁর সাহায্যকারীদের ধন্যবাদ জানান। পরে রন্ধনশিল্পীর সঙ্গে হাসিমুখে কথা বলতেও দেখা যায় দু’জনকে।

টিএমজ়েড জানিয়েছে, নৈশাহার চলাকালীন প্রায় পুরো সময়টা কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী এবং মার্কিন পপতারকাকে হাসিমুখে কথাবার্তা বলতে দেখা যায়। তাঁদের মুখের ভাবভঙ্গিতে প্রকাশ হচ্ছিল খুশির ভাব। যদিও নৈশভোজের ছবি প্রকাশ্যে আসার পর জাস্টিন বা কেটি কেউই তাঁদের সাক্ষাৎ নিয়ে কোনও কথা বলেননি।

উল্লেখ্য, জাস্টিন কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন ২০২৫ সালের মার্চ মাসে। তবে তাঁর স্ত্রী সোফি গ্রেগরের সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়েছে তারও দু’বছর আগে। ২০২৩ সালে ১৮ বছরের সম্পর্কে ইতি টানেন দু’জনে। জাস্টিন তিন সন্তানের বাবা। অন্য দিকে কেটি ২০১৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত তিনি হলিউড অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে সম্পর্কে ছিলেন। দু’জনের বাগ্‌‌দান হয়েছিল। এমনকি, তাঁদের পাঁচ বছরের এক কন্যাসন্তানও রয়েছে। জুনের শেষেই তাঁরা সেপারেশনের কথা ঘোষণা করেন। তার এক মাসের মধ্যেই কেটিকে দেখা গেল কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে।

Justin Trudeau Katy Perry
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy