বর্ষার আবহাওয়া নিজেকে সুস্থ রাখার পাশাপাশি, পোষ্য কুকুরটিকেও যত্নে রাখা প্রয়োজন। এই মরসুমে লোম থেকে ত্বকের সমস্যা হওয়া ছাড়াও ঠান্ডা লাগা, সর্দি-কাশি, পেটের সমস্যাতেও ভোগে পোষ্যরা। বৃষ্টির আবহাওয়ায় পোষ্যকে সুস্থ রাখতে বাড়তি নজর দিনে তাদের প্রতি।
১) বিকেল বা সন্ধ্যার দিকে অনেকেই পোষ্যকে বাইরে হাঁটাতে নিয়ে যান। এই আবহাওয়ায় ওদের বেশি বাইরে না নিয়ে যাওয়াই ভাল। বৃষ্টি না পড়লেও এই সময়ে রাস্তা-ঘাট সব সময়ে ভিজে থাকে। জল-কাদার সংস্পর্শে এসে নিউমোনিয়া, সর্দি-কাশি ছাড়াও ব্যাক্টেরিয়াজাত সংক্রমণ হওয়ার আশঙ্কা একেবারে ফেলে দেওয়া যায় না। খেয়াল রাখবেন কোনও ভাবে বৃষ্টির জল যেন পোষ্যর পেটে না চলে যায়। এর ফলে পোষ্যের পেটের গোলমালও দেখা দিতে পারে।