বাড়িতে কুকুর ছানা নিয়ে এসেছেন? মাঝে মধ্যেই দেখছেন কুকুর ছানাটি তার পা চাটছে? নেহাতই স্বভাব নাকি কোনও শারীরিক সমস্যার কারণে এমনটা করে তারা?
মাঝে মাঝে পোষ্যের এই আচরণ স্বাভাবিক। তবে ঘন ঘন এই অভ্যাস মোটেই নয়। কোন কোন শারীরিক সমস্যা দেখা দিলে পোয্যরা পায়ের থাবাগুলি চাটতে শুরু করে তারা?
১) গরমের দিনে কুকুরদের চর্মরোগ হয়। সে ক্ষেত্রে জ্বালা, চুলকানি হলে তারা নিজেদের জিভ দিয়ে সেই স্থান চেটে নিলে খানিকটা আরাম পায়। আপনার পোষ্যটি বারবার এমনটা করলে তাদের কোনও চর্মরোগ হয়েছে কি না সেই বিষয়টি দেখে নিন।