Advertisement
E-Paper

ছোটরা নিজেদের মধ্যে খালি ঝগড়া করে? বকাবকি না করে কী ভাবে বোঝাবেন, বাবা-মায়েরা জেনে নিন

পরিবারে অল্পবয়সিদের মধ্যে মতানৈক্য হতে পারে। কিন্তু ঘন ঘন ঝগড়া হলে বাড়ির পরিবেশ নষ্ট হতে পারে। বকাবকি না করে পরিস্থিতি সামলানোর ভিন্ন উপায়ও রয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৫ ১১:২১
Use these 3 methods to restore peace at home after sibling rivalry

প্রতীকী চিত্র। ছবি: এআই।

পরিবারে একাধিক অল্পবয়সি শিশু থাকলে তাদের মধ্যে ঝগড়া বা মারপিট লেগেই থাকে। সামান্য কোনও কারণেও ভাই-বোনের মধ্যে মনোমালিন্য তৈরি হতে পারে। আবার ছোটদের ঘন ঘন ঝগড়া বা মারপিট বাড়ির শান্তি বিঘ্নিত করতে পারে। অনেক সময়ে তা বাবা-মায়েদের চিন্তার কারণ হয়ে ওঠে। কারণ, এই ধরনের ঘটনা থেকে ছোটদের চোট-আঘাত লাগতে পারে। আবার অনেক সময়ে অল্পবয়সিদের পারস্পরিক মতানৈক্য তাদের মানসিক স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকর হতে পারে। এ ক্ষেত্রে বাড়িতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কয়েকটি পরামর্শ কাজে আসতে পারে।

১) ছোটদের মধ্যে কোনও ঝগড়া দানা বাঁধলে বড়রা পদক্ষেপ করেন। অনেক সময়েই তাঁরা কোনও এক পক্ষকে বকাবকি করে বিষয়টির নিষ্পত্তি করেন। কিন্তু এই ভাবে সমস্যার সমাধান হলেও কোনও এক জনের মনে গভীর প্রভাব পড়তে পারে। তাই শান্ত মাথায় বিষয়টিকে নিয়ন্ত্রণ করা উচিত। সমস্যার সূত্র সন্ধান করে বাবা-মায়েরা ছোটদের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন। কোনও রকম পক্ষপাত না করলে দু’পক্ষের মনেই কোনও ক্ষোভের জন্ম হবে না।

২) ছোটদের মধ্যে কোনও মতানৈক্য তৈরি হলে কাউকে দোষারোপ করা উচিত নয়। হতেই পারে উভয়েই দোষ করেছে। কিন্তু আগে বড়দের উপস্থিতিতে সমস্যাটি ব্যখ্যা করতে বলা যেতে পারে। তার ফলে দোষ বা কারণ স্পষ্ট হবে। ধরা যাক, কোনও খেলনা নিয়ে বিবাদের সূত্রপাত ঘটেছে। কী ভাবে সেই খেলনা দু’জনেই ব্যবহার করতে পারে, তা বাবা-মায়েদেরই ব্যখ্যা করতে হবে। তার ফলে অনেক সমস্যার সহজেই সমাধান হতে পারে।

৩) শান্তিপূর্ণ ভাবে সমস্যার সমাধান হওয়ার পর ছোটদের প্রশংসা করা উচিত। তার ফলে অনেক সময়ে তারা নিজেদের ভুল উপলব্ধি করতে পারে। অনেক সময়ে মতানৈক্যের অবসানে ছোটদের পারস্পরিক সম্পর্কও উন্নত হতে পারে।

Parenting Teenage Parenting Mindful Parenting Children Siblings Relation
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy