পুজোয় ঠাকুর দেখার লিস্টে শ্রীভূমি রাখবেন না, এমন লোকজন খুবই কম। এ বছর আমেরিকার স্বামীনারায়ণ মন্দিরের আদলে হয়েছে শ্রীভূমির মণ্ডপসজ্জা। তবে কেবল ঠাকুর দেখলেই তো চলবে না, প্যান্ডেল হপিংয়ের ফাঁকে পেটপুজোও করতে হবে বইকি! শ্রীভূমিতে ঠাকুর দেখার পর খাওয়াদাওয়ার পরিকল্পনা থাকলে কোথায় যেতে পারেন, রইল তার হদিস।
দ্য কিচেন: পুজোর সময় অনেক বাড়়িতেই নিরামিষ খাওয়ার চল রয়েছে। ভাল নিরামিষ রেস্তরাঁর খোঁজ করলে ভিআইপি রোডের উপরে এই রেস্তরাঁয় ঢুঁ মারতেই পারেন। কন্টিনেন্টাল, তন্দুর, চাইনিজ় সব ধরনের খাবারই পেয়ে যাবেন এই ঠিকানায়। ঠাকুর দেখার মাঝে গলা শুকিয়ে গেয়ে এই রেস্তরাঁয় পেয়ে যাবেন বিভিন্ন রকম মকটেল।
চাইনিজ় কুইজ়িন: দোকানটি ছোট হলেও এই রেস্তরাঁর চাইনিজ় খাবারের মান বেশ ভাল। ঠাকুর দেখার ফাঁকে খিদে পেলে এই রেস্তরাঁয় যেতেই পারেন। এখানকার চিকেন ড্রামস্টিক, ফ্রায়েড রাইস, চিলি চিকেন, নুড্লসের স্বাদ বেশ ভাল। দামও খুব বেশি নয়। খুব বেশি খরচ না করে ভাল খাবার খেতে হলে এই রেস্তরাঁ থেকে ঘুরে আসতে পারেন।
দ্য বেঙ্গল ধাবা: শ্রীভূমির ঠাকুর দেখার পর পরিবারের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটাতে চাইলে এই রেস্তরাঁয় আসতেই পারেন। ফিশ ফ্রাই, তন্দুরি চিকেন, রকমারি কবাব, বিরিয়ানি, মটন রারা, কুলফি, গাজরের হালুয়ার স্বাদ নিতে হলে এই রেস্তরাঁয় যেতেই পারেন। খাবারের মানও বেশ ভাল।
হোস্ট চাইনিজ় রেস্টুরেন্ট: চাইনিজ় পছন্দ করলে, শ্রীভূমির ঠাকুর দেখার ফাঁকে এই রেস্তরাঁয় খাওয়াদাওয়া সারতেই পারেন। স্যুপ থেকে স্টার্টার, মেনকোর্স থেকে শেষপাতের মিষ্টিমুখ— পরিবারের সঙ্গে বাইরে জমিয়ে খাওয়াদাওয়ার পরিকল্পনা থাকলে, এই রেস্তরাঁটিকে রাখতে পারেন পছন্দের তালিকায়।
শিমলা বিরিয়ানি: বিরিয়ানিপ্রেমী হলে শ্রীভূমির ঠাকুর দেখা সেরে নিয়ে একেবারে ভিআইপি রোডের উপরে বিগবেনের সামনে এই দোকানে যেতেই পারেন। বেশ বড় জায়গা নিয়ে খুলেছে এই দোকান। বিরিয়ানির স্বাদ আর পরিমাণ, দুটোই বেশ ভাল। বিরিয়ানি ছাড়াও রোল, কবাব, তন্দুরি চিকেন, বাদশাহি মুর্গের মতো খাবারও চেখে দেখতে পারেনন।
ব্লু পপি এক্সপ্রেস: ছোট্ট দোকান, তবে ভাল মোমোর স্বাদ পেতে হলে এই ঠিকানায় ঢুঁ মারতেই পারেন। লেকটাউনের বি ব্লকের এই দোকানে কেবল মোমো নয়, নুড্লস, ফ্রায়েড রাইস, চিকেনের নানা রকম চাইনিজ় পদ, সবই পাবেন। তবে বসার জায়গা নেই। পুজোর আমেজে হাতে খাবার নিয়ে প্রিয়জনের সঙ্গে আড্ডা দিতে দিতে খেতে মন্দ লাগবে না।
উইং ওয়া চাইনিজ় রেস্টুরেন্ট: লেকটাউনের বি ব্লকের এই ছোট দোকানটিতে ভাল মানের চাইনিজ় কম দামে পেয়ে যাবেন আপনি। ফ্রায়েড রাইস, চিলি চিকেন, ড্রামস্টিকের মতো সুস্বাদু চাইনিজ় খাবার খেতে হলে এই ঠিকানায় যেতেই পারেন।
এ ছাড়াও লেকটাউনে আপনি পিৎজ়া হাট, ডমিনোজ়, বার্গার কিং, সবই পেয়ে যাবেন। প্যান্ডেলের সামনে রয়েছে একাধিক রোল-চাউমিনের দোকান। তাই ঠাকুর দেখার ফাঁকে টুকটাক খিদে মেটাতে খাওয়াদাওয়াটা শ্রীভূমির কাছেই সেরে ফেলতে পারেন।