আপনার প্রেমিকা বা প্রেমিকের সঙ্গে লিখে লিখে যৌনতার কথা চালাতে ভাল লাগে? তা হলে মনে রাখুন, সেই ভাষারও ব্যাকরণ আছে।
১৭ জুলাই বিশ্ব ইমোটিকন দিবস। চ্যাট বা লিখে কথা বলার সময়ে এখন বেশির ভাগ মানুষ ‘ইমোটিকন’ ব্যবহার করেন। কিন্তু স্থানভেদে তারও অর্থ পাল্টে যায়। অর্থাৎ সাধারণ কথাবার্তার সময়ে একটি ইমোটিকনের যা অর্থ, যৌন-কথায় তা নাও হতে পারে।
লিখে যৌনালাপ বা ‘সেক্সটিং’ এখন অনেকেরই স্বাভাবিক যৌনজীবনের অঙ্গ। এ ধরনের কথাবার্তায় কোন ইমো-র কী মানে, দেখে নিন।