মলয়শিয়ার এক স্ত্রীরোগ চিকিৎসক মনে করেন, তিনি বিশ্বের প্রথম উভয়লিঙ্গের কন্ডোম আবিষ্কার করেছেন। শরীরের কোনও রকম ক্ষততে যা দিয়ে পট্টি বাঁধা হয়, সেই ধরনের দ্রব্য দিয়ে তৈরি এই কন্ডোম নাকি ছেলে এবং মেয়ে— দুই-ই ব্যবহার করতে পারবেন। আবিষ্কারক, জন ট্যাং ইং চিন আশা করেন, এই কন্ডোম নারী-পুরুষ দু’জনেরই ক্ষমতায়নে সাহায্য করবে। লিঙ্গ নির্বিশেষে নিজের যৌন জীবন নিয়ে অনেক বেশি স্বাধীন ভাবে সিদ্ধান্ত নিতে পারবেন সকলে।
জন ট্যাং, যিনি ‘টুইন ক্যাটালিস্ট’ নামক এক ওষুধ প্রস্তুতকারী সংস্থার সঙ্গে যুক্ত, বলেছেন, ‘‘এটি আর পাঁচটা সাধারণ কন্ডোমের মতোই। শুধু একটি বাড়তি আঠা দেওয়া ঢাকা রয়েছে। এটি নারী-পুরুষ— দুইয়েরই যৌনাঙ্গে পরা যাবে। বাড়তি নিরাপত্তার জন্য একটি আঠা দেওয়া কভার রয়েছে শুধু।’’