সুন্দরবনে বৃক্ষরোপণ!
শুনলে বিস্ময় জাগতে পারে। যেখানে সবুজের ছড়াছড়ি যে সবুজালি পশ্চিমবঙ্গের ফুসফুস হিসাবে কাজ করে চলেছে, সেখানে আরও গাছ লাগানোর প্রয়োজন কী? কিন্তু প্রয়োজন যে আছে, তার প্রমাণ ২০২১ সালে ইন্ডিয়ান স্টেট অফ ফরেস্ট রিপোর্ট। তাতে স্পষ্ট বলা হচ্ছে সুন্দরবনের ঘন ম্যানগ্রোভ অরণ্যও ক্রম হ্রাসমান। সেখানে ২৪.৫৫ শতাংশ ম্যানগ্রোভ কমেছে। যার অন্যতম কারণ নদী পাড়ের ক্ষয়। যা পরোক্ষে বিশ্ব উষ্ণায়ণেরই ফল।
তবে এছাড়া আরও নানা কারণে সুন্দরবনের গাছপালার সংখ্যা কমছে। বিপন্ন হচ্ছে পশ্চিমবঙ্গের ফুসফুস। বিশ্ব পরিবেশ দিবসে তাই সেই সুন্দরবনেই বৃক্ষরোপনের সিদ্ধান্ত নিয়েছিল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স।
ত্রিপুরার ওয়ারেংবাড়ি স্বর্ণগ্রাম শিক্ষালয়েও গাছ লাগানোর উদ্যোগ নিয়েছিল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স। ছবি: সংগৃহীত।
গত ৫ জুন তারা সুন্দরবনের বেলা সাহা স্মৃতি বিদ্যামন্দির এবং ত্রিপুরার ওয়ারেংবাড়ি স্বর্ণগ্রাম শিক্ষালয়ে গাছ লাগানোর উদ্যোগ নিয়েছিল। যে কর্মসূচির নাম দেওয়া হয়েছিল ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ বিতরণ’।
দুই রাজ্যের দুই এলাকা সুন্দরবন এবং ওয়ারেংবাড়িতে শতাধি গ্রামবাসীর হাতে ওই সংস্থা এক বিশেষ প্রজাতির নারকেল চারা তুলে দেয়। যা দ্রুত বাড়বে। গ্রামের স্কুলের ছাত্রছাত্রীদের সাহায্যে সেই চারা রোপনও করা হয় এলাকায়।