‘চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা—’ কবি জীবনানন্দ দাশের কবিতার এই লাইন কত প্রেমপত্রেরই সাক্ষী থেকেছে। সেই পত্রজুড়ে প্রেমিকার একঢাল কালো চুল নিয়ে কত কল্পনাই না আঁকিবুকি কেটেছে! কিন্তু বাস্তব কি এতটাই পেলব?
একদমই নয়। গরম পড়তেই তাই বাড়ি থেকে দু’কদম বেরলেই উড়ন্ত ঢেউ খেলানো চুল ঘেমে নেয়ে চপচপে। কায়দা করে আবার ফ্রিঞ্জ কাটা থাকলে তো কপালের সঙ্গে তারা আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে থাকে। সুতরাং সাজ-সৌন্দর্য সব কিছুকে বিদায় জানানো ছাড়া উপায় থাকে না।
কিন্তু তা বলে কি গ্রীষ্মের বিকেলে কোনও কফিশপে হোক বা শপিং মলে, আপনি নজর কাড়বেন না! সুন্দর সাজ-পোশাক সমস্তই মাটি করবেন ঘামে ভেজা চুলের জন্য! তা একেবারেই হতে দেওয়া যায় না। তাই দেখে নিন গরমে স্ক্যাল্পকে কী ভাবে শুকনো রাখবেন, যাতে চুলও ঘোর গরমে আয়ত্তে থাকবে নিজের। চুলের যত্নের সে সব নিয়মকানুন জানেন?