Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ক্যানসার-যুদ্ধে মনের চাপ কমানোয় জোর

মনোরোগ চিকিৎসক জয়রঞ্জন রাম জানালেন, মানসিক চাপ কমানোর প্রক্রিয়া ক্যানসারের চিকিৎসার এক অবিচ্ছেদ্য অঙ্গ।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নীলোৎপল বিশ্বাস
শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৮ ০১:২৭
Share: Save:

দুপুর দুটো থেকে চারটে! এই সময়টায় নিজেকে কিছুতেই স্বাভাবিক রাখতে পারতেন না ক্যানসার আক্রান্ত এক মহিলা। সব ছেড়ে কোথাও চলে যেতে ইচ্ছা করত। মৃত্যু-ভয় গ্রাস করত তাঁকে! চিকিৎসাও সে ভাবে কাজ দিচ্ছিল না। ভয়ের বিষয়টি জানাতেই ক্যানসার চিকিৎসক মহিলার কাছে জানতে চান, দুটো থেকে চারটের মধ্যেই কি তিনি ক্যানসার আক্রান্ত হয়েছেন বলে খবর পেয়েছিলেন?

সম্মতিসূচক উত্তর পেয়ে মহিলাকে দ্রুত মনোবিদের কাছে পাঠান ওই ক্যানসার চিকিৎসক। আপাতত ওই মহিলা অনেকটা সুস্থ!

রোগীর প্রবল মানসিক চাপই কি ক্যানসার চিকিৎসায় অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে? মহিলাকে মনোবিদের কাছে পাঠানোর সময়ে দীর্ঘ দিনের এই প্রশ্নই মনে পড়ে গিয়েছিল ওই চিকিৎসকের। এ নিয়ে বিস্তর আলোচনা এবং গবেষণা হলেও রাজ্যে ক্যানসার চিকিৎসার চিত্রটা বদলায়নি। রোগীর মানসিক চাপ কমানোর চিকিৎসা-ব্যবস্থা রয়ে গিয়েছে অন্ধকারেই। সম্প্রতি আন্তর্জাতিক এক আলোচনাচক্রে বিষয়টি তুলে ধরে কলকাতার স্ট্রেস মেডিসিনের চিকিৎসক দেবাশিস ঘোষ জানিয়েছেন, মানসিক চাপ কমানো ছাড়া ক্যানসারের চিকিৎসা অসম্ভব। তাঁর গবেষণাপত্র স্বীকৃতি পেয়েছে স্টকহলমের এক আলোচনাচক্রে। যদিও ক্যানসার চিকিৎসকদের একটা বড় অংশই প্রশ্ন তুলছেন, ক্যানসারের প্রাথমিক পর্বের চিকিৎসা পরিষেবাই যখন ঠিক মতো পাওয়া যায় না এ রাজ্যে, সেখানে রোগীর মানসিক চাপ কমানোর বিষয়টি কি আদৌ গুরুত্ব পাবে?

দেবাশিসবাবু জানাচ্ছেন, ২০১২ সালে ক্যানসারে মৃত্যু হয় তাঁর স্ত্রীর। তার পর থেকেই ক্যানসারের চিকিৎসায় ‘স্ট্রেস ম্যানেজমেন্ট’-এর গুরুত্ব সম্পর্কে গবেষণা শুরু করেন তিনি। দেবাশিসবাবু বলেন, ‘‘আমার স্ত্রী মাঝেমধ্যেই অবসাদে ভুগতেন। মানসিক চাপ কমানোর কিছু ওষুধও দিয়েছিলাম আমি। পরে ওর ক্যানসার ধরা পড়ে। আমার মনে হত, মানসিক চাপ থেকেই ওর ক্যানসার আরও বেড়ে গিয়েছিল।’’ গবেষণাপত্রে দেবাশিসবাবু জানিয়েছেন, মানসিক চাপের পাশাপাশি এটিএফ-৩ জিন, অ্যাকটিভেটেড প্লেটলেট এবং সেরোটোনিন নামের যৌগটিকে নিয়ন্ত্রণে রাখতে পারলে ক্যানসার চিকিৎসার সুফল মেলা সম্ভব। তাঁর দাবি, এটিএফ-৩ জিন সক্রিয় হয়ে উঠলে ক্যানসারের প্রকোপ বাড়ে। সেভাবেই সেরোটোনিন রিসেপ্টরের মাধ্যমে ক্যানসারের কোষকে বাড়িয়ে দেয়। অ্যাকটিভেটেড প্লেটলেট আবার ক্যানসার কোষকে রক্ষা করে, যার ফল হতে পারে মারাত্মক। মানসিক চাপের জন্যই অনেক সময়ে শরীরের মেলাটোনিন হরমোন কমে আসে। তাতে কমে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা। আর একটি গুরুত্বপূর্ণ প্রতিষেধক হতে পারে ভ্যালপ্রোয়িক অ্যাসিড। মানসিক চিকিৎসার পাশাপাশি ক্যানসারের ক্ষেত্রেও এর ব্যবহার বিশেষ ভূমিকা নিতে পারে। সঙ্গে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিডের সঠিক মাত্রাও শরীরে বজায় রাখা খুব প্রয়োজন। দেবাশিসবাবুর কথায়, ‘‘ওষুধের মাধ্যমে এই সব ক’টি বিষয়কেই নিয়ন্ত্রণ করা যায়।’’

ক্যানসার রোগীর মানসিক চাপ কমানোর চিকিৎসার গুরুত্ব মেনে নিয়েই আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের প্রধান সুবীর গঙ্গোপাধ্যায় বলছেন, ‘‘ক্যানসার রোগীর মানসিক চাপ হয় ভয়ঙ্কর। ওই চাপকে নিয়ন্ত্রণ করা না গেলে চিকিৎসায় চূড়ান্ত সাফল্য আসতে পারে না।’’ তবে প্রয়োজন বুঝেও সব রোগীকে সাইকায়াট্রি বিভাগে পাঠানো যায় না বলে জানাচ্ছেন সুবীরবাবু। তিনি বলেন, ‘‘আমাদের এখানে প্রতিদিন গড়ে ১৫০ জন রোগী আসেন। সকলকে সাইকায়াট্রি বিভাগে পাঠালে কী হবে ভাবুন!’’ বিষয়টির গুরুত্ব মানলেও কেন্দ্র-রাজ্য যৌথ উদ্যোগে চলা রাজ্যের একমাত্র ক্যানসার হাসপাতাল চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের অধিকর্তা তাপস মাজি বললেন, ‘‘আলাদা করে সত্যিই কিছু করা হয় না। তবে আমরা রোগীর সঙ্গে ভাল করে কথা বলে কাউন্সেলিং করানোর চেষ্টা করি।’’

ক্যানসার শল্য চিকিৎসক গৌতম মুখোপাধ্যায় বলছেন, ‘‘রোগীরা আমাদের উপরেই অস্ত্রোপচারের আগে এবং পরে সবচেয়ে বেশি নির্ভর করেন। অধিকাংশ ক্যানসার চিকিৎসকের কাউন্সেলিং করানোর মতো প্রশিক্ষণ থাকে না। তখন মনোবিদের উপরেই আমাদের ভরসা করতে হয়।’’

মনোরোগ চিকিৎসক জয়রঞ্জন রাম জানালেন, মানসিক চাপ কমানোর প্রক্রিয়া ক্যানসারের চিকিৎসার এক অবিচ্ছেদ্য অঙ্গ।
তিনি বলেন, “ক্যানসারের সঙ্গে অনেক ক্ষেত্রেই মৃত্যু-ভয় জড়িয়ে থাকে। বহু রোগী দেখেছি যাঁদের মানসিক চাপ কমানোর পরে চিকিৎসায় দারুণ সাড়া দিয়েছেন। মনে রাখতে হবে, ক্যানসার চিকিৎসার থেকে কোনও ভাবেই আলাদা নয় মানসিক চাপ কমানোর চিকিৎসা। তবে এর জন্য রোগীর উপরে যেন বাড়তি খরচের বোঝা না চাপে, তা-ও দেখতে হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cancer Stress Cancer Treatment Mental Pressure
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE