Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

০৪ ডিসেম্বর ২০২১ ই-পেপার

Pets: পোষ্য কুকুরের কান ফুলে গিয়েছে? হেমাটোমা নয় তো

নিজস্ব সংবাদদাতা
কলকাতা ১১ অগস্ট ২০২১ ১৭:০৪
পোষ্যের কান ফুলে গিয়েছে কি?

পোষ্যের কান ফুলে গিয়েছে কি?
ছবি: সংগৃহীত

নানা কারণে কুকুরের কানের বাইরের ঢাকনা বা লতিটি ফুলে যায়। হঠাৎ পোষ্য কুকুরের এই হাল দেখলে অনেক মালিকই ভয় পেয়ে যান। যদিও চিকিৎসায় এই সমস্যা সেরে যেতে পারে। অধিকাংশ ক্ষেত্রে কান ফুলে যাওয়ার কারণ হেমাটোমা।

কী হয় এই হেমাটোমায়? অনেক সময়ে দেখা যায়, কুকুরের কান পটলের মতো আকৃতিতে ফুলে গিয়েছে। হাত দিলে মনে হয়, টলটল করছে। চিকিৎসকরা একে হেমাটোমা বলেন। কানের ঢাকনা বা লতির পেশির মধ্যে নানা সূক্ষ্ম শিরা, উপশিরা থাকে। তার কোনওটি ফেটে গেলে, ভিতরে রক্তক্ষরণ হতে থাকে। জমাট রক্তই কানের লতিটিকে ফুলিয়ে দেয়।

এর কারণ কী? চিকিৎসকরা বলেন, কোনও কারণে চুলকাতে গিয়ে কানের লতির পেশিতে আঘাত লাগলে বা জোরে মাথা ঝাঁকালে এই সমস্যা হতে পারে।

Advertisementহেমাটোমার চিকিৎসায় সাধারণত চিকিৎসকরা অ্যান্টিবোয়াটিক গোছের ওষুধ দেন। সেই ওষুধ নিয়মিত খেলে ফোলা ভাব আস্তে আস্তে কমে যায়। এছাড়া জমাট রক্ত যাতে শরীরে মিশে যায়, তার জন্য মলমও দেন চিকিৎসকরা।

তবে মনে রাখা দরকার, এমনিতে এটি তেমন গুরুতর সমস্যা না হলেও, ফেলে রাখলে বিপদ হতে পারে। চিকিৎসকের পরামর্শ নিয়ে তাই দ্রুত চিকিৎসা শুরু করা দরকার। দেরি হলে কানের পেশিগুলি বিকল হয়ে যেতে পারে, কুকুরের ব্যথার পরিমাণ বাড়তে পারে। এ ছাড়াও সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে শরীরের অন্যত্রও।Tags:

আরও পড়ুন

Advertisement