চুলের ঘনত্ব কমে আসারা একটা বড় কারণ বয়স। বয়সের সঙ্গে সঙ্গে অনেক পুরুষেরই চুল পাতলা হতে থাকে। কিন্তু তার বাইরেও নানা কারণে টাক পড়ে। কারণ যাই হোক না কেন, রোজকার পাতে কয়েকটি উপাদান রাখলে চুল ওঠার পরিমাণ কমবে।
চুলের ঘনত্ব বাড়াতে বা চুল ওঠা কমাতে কী কী খাবেন? দেখে নেওয়া যাক।
আমন্ড বা কাঠবাদাম: এই বাদামে প্রচুর পরিমাণে বায়োটিন নামের যৌগ আছে। এটি চুলের ঘনত্ব বাড়াতে এবং চুল ওঠা কমাতে সাহায্য করে। প্রতিদিন ৮-১০টা কাঠবাদাম সকালে খালি পেটে খেলে টাক পড়ার গতি কমবে।