Advertisement
০৪ জুন ২০২৪
Office Tips

৫ কাজ: অফিসে গিয়ে কখনও করবেন না, পরে সমস্যা হতে পারে

বাড়িতে যে কাজগুলি অনায়াসে করা যায়, অফিসে তা এড়িয়ে চলাই শ্রেয়। কোন কাজগুলি ভুলেও অফিসে করবেন না?

অফিসে কিছু ভুল না করাই শ্রেয়।

অফিসে কিছু ভুল না করাই শ্রেয়। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১১ মে ২০২৪ ১৩:০৯
Share: Save:

প্রতিটি অফিসেরই কিছু নিয়মকানুন রয়েছে। কাজের পদ্ধতির পাশাপাশি সেগুলিও মেনে চলা জরুরি। দিনের সিংহভাগ সময়টাই অফিসে কাটে। তাই মন দিয়ে কাজ করার পাশাপাশি কিছু বিষয় মাথায় রাখা জরুরি। বাড়িতে যে কাজগুলি অনায়াসে করা যায়, অফিসে তা এড়িয়ে চলাই শ্রেয়। কোন কাজগুলি ভুলেও অফিসে করবেন না?

ব্যক্তিগত ঝামেলা ফোনে নয়

ব্যক্তিগত কোনও সমস্যার কথা অফিসে বসে ফোনে বলবেন না। অফিসে বসে ফোনে কথা বললেও স্বর যেন নীচু হয়। উত্তেজিত হয়ে কথা বললে অফিসের পরিবেশ নষ্ট হয়। তা ছাড়া জীবনে কী চলছে, তা নিয়ে প্রকাশ্যে কথা বলাও উচিত নয়।

দেরিতে অফিসে আসা

প্রত্যেক কর্মীর জন্যেই অফিসে ঢোকার একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া থাকে। সেটা মেনে চলা জরুরি। সময় নির্দিষ্ট করে দেওয়ার পিছনে অনেক পরিকল্পনা থাকে। দেরি করে এলে পরিকল্পনামাফিক কাজ এগোয় না। তাই সময়ে অফিস আসা জরুরি।

ঘন ঘন অভিযোগ জানানো

সহকর্মীর সঙ্গে মতান্তর, কাজ নিয়ে অসন্তোষ থাকতেই পারে। কিন্তু তা নিয়ে সারা ক্ষণ উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানালে আপনার প্রতি খারাপ ধারণা জন্মাতে পারে। সমস্যা হলেও নিজেই সামাল দেওয়ার চেষ্টা। একান্ত না পারলে তখন বসে্‌র সাহায্য নিন।

সমাজমাধ্যমে চোখ রাখা

সমাজমাধ্যমে কী ঘটে চলেছে, কাজের মাঝে সারা ক্ষণ সেদিকে নজর রাখা উচিত নয়। তাতে মনঃসংযোগ নষ্ট হয়। কাজের ক্ষতি এবং সময় নষ্ট দু’টোই হয়। টিফিনে কিংবা কিছু ক্ষণের জন্য বিরতি নিলে তখন সমাজমাধ্যম ব্যবহার করতে পারেন।

দোষ দেওয়া

কিছু সমস্যা হলেই অন্যকে দোষ দেওয়ার অভ্যাস যেন অফিসে প্রতিফলিত না হয়। কিছু হলেই সারা ক্ষণ সহকর্মীর ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া ঠিক নয়। যদি সত্যি দোষ থেকেও থাকে সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে।

লোকসভা নির্বাচন ২০২৪ সরাসরি: দুর্নীতি ইস্যুতে অকপট শোভন-বৈশাখী

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Office Tips
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE