Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Beauty Tips

Skincare: উজ্জ্বল ত্বক চান? রোজকার খাদ্যতালিকায় রাখুন এই ফলগুলি

কী ভাবে পাওয়া যাবে উজ্জ্বল, স্বাস্থ্যকর ত্বক? বিদেশি ক্রিম মাখতে হবে? নাকি প্রতি সপ্তাহে যেতে হবে পার্লারে?

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ জুলাই ২০২১ ১৫:২৪
Share: Save:

সুন্দর ত্বক কে না চায়?

আগে সকলে ফরসা হতে চাইতেন। ধারণা ছিল, তাতেই দেখাবে সুন্দর। সৌন্দর্যের ব্যাখ্যায় সময়ের সঙ্গে বদল এসেছে। গায়ের রং থেকে অবশেষে ত্বকের স্বাস্থ্যে বেশি জোর দিতে দেখা যাচ্ছে পুরুষ-মহিলা সকলকেই। স্বাস্থ্যকর ত্বককের ঔজ্জ্বল্য যে কোনও সময়ে রূপ দ্বিগুণ করে তুলতে পারে। তার প্রমাণ ইতিমধ্যেই মিলেছে।

কিন্তু কী ভাবে পাওয়া যাবে উজ্জ্বল, স্বাস্থ্যকর ত্বক? বিদেশি ক্রিম মাখতে হবে? নাকি প্রতি সপ্তাহে যেতে হবে পার্লারে?

এ সবের চেয়ে অনেক সহজ এবং কার্যকর পথ রয়েছে। শুধু মেনে চলতে হবে নিয়ম।

কেমন সে পথ? মাত্র কয়েকটি ফল। তাও আবার মাখা নয়, খাওয়া।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

চিকিৎসকেরা বলছেন, খাদ্যাভ্যাস ঠিক করলেই ত্বক সুন্দর হবে। তবে আকাশ ছোঁয়া দামের প্রসাধনী সামগ্রীতে মন না দিয়ে ক’দিন একটু নিয়ম করে ফল খেয়ে দেখা যাক না। কেমন দেখায় নিজেকে, তা তো বুঝতেই পারা যাবে সহজে।

কোন ফল খাবেন?

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

১) ব্লুবেরি, স্ট্রবেরির মতো ফলে থাকে অ্যান্টিঅক্সিডেন্টস। ত্বককে তা বাঁচাতে পারে যে কোনও দাগ-ছোপ থেকে।

২) কলা হল ভিটামিনে ভরা। ভিটামিন এ, বি, ই— সব থাকে এতে। বয়সের সঙ্গে ত্বকে যে ক্লান্তির ছাপ দেখা দেয়, তা অনেকটাই নিয়ন্ত্রণ করতে সক্ষম এই ফল।

৩) পাকা পেঁপে পেট পরিষ্কার রাখে। তার প্রভাব গিয়ে পড়ে ত্বকে। ঝলমলে ত্বক পাওয়ার জন্য পাকা পেঁপে হল কার্যত শেষ কথা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Beauty Tips Fruits Skincare
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE