স্পষ্ট নির্ভীক বক্তা হিসেবে বারবার নজর কেড়েছেন তিনি। কিন্তু এবার অন্য রকম সাজের জন্য সকলকে তাক লাগিয়ে দিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সম্প্রতি এক ফ্যাশন পত্রিকার প্রচ্ছদে দেখা গিয়েছে তাঁকে।
সাধারণত ব্লক প্রিন্ট ব্লাউজ এবং সুতির শাড়িতে ছিমছাম সাজেই দেখা যায় মহুকে। কিন্তু এবার ভোল পাল্টে ডিজাইনার পায়েল খণ্ডওয়ালার হাতে বোনা সিল্কের শাড়ি এবং মেটালিক হাই-নেক ব্লাউজে একদম গ্ল্যামারাস অবতারে দেখা গেল তাঁকে।