কাছাকাছি থাকা কি শুধুই অন্দরমহলের গল্প? জনসমক্ষে দূরেই রাখতে হয় প্রিয়তমাকে? ঘরের বাইরেও কিন্তু একে-অপরের কাছাকাছি থাকা প্রয়োজন। নানা কাজে বুঝিয়ে দিন প্রিয়জনকে, যে কাছেই আছেন তার। কী ভাবে?
কথায় কথায়
হাতে হাত না রাখলেও মন ছুঁয়ে থাকা যায়। আশপাশে যত মানুষই থাকুন না কেন, নিজেদের মধ্যে আলাপচারিতা চালিয়ে যেতে ভুলবেন না। মন খারাপ, দুঃখ-কষ্ট, সবটাই ভাগ করে নেওয়ার কথা তো। সে যেখানেই থাকুন না কেন আপনারা, সেখানেই কথা বলার সুযোগ খুঁজে নিন। যদি তা করতে পারেন, দেখবেন ভিড়ের মধ্যেও কাছেরই মনে হচ্ছে তাকে।