Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Narendra Modi

ফ্যাশনে কি আসছে মোদী-শাল? নাকি এ নিছকই রাজনীতি?

বাংলার আসন্ন ভোটকেই কি মাথায় রাখা হল তবে এ বারের বাজেট-ফ্যাশনে? এমন প্রশ্ন এসেই গেল কিছু কিছু নেটাগরিকের মনে।

নরেন্দ্র মোদী

নরেন্দ্র মোদী ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২১ ১৭:১৪
Share: Save:

সাজের বিষয়ে তিনি যথেষ্ট সচেতন। ফলে প্রশ্নটা উঠছেই।
হঠাৎ অন্য ধরনের সাজ কি তবে কোনও রাজনৈতিক ভাবনার ইঙ্গিত দিচ্ছে?
যে কোনও বিশেষ দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরনে দেখাই যায় একটি জ্যাকেট। মোদী-জ্যাকেট এখন রীতিমতো একটি ফ্যাশন-বিবৃতি। সেই জ্যাকেট ছেড়ে বাজেটের মতো গুরুত্বপূর্ণ অধিবেশনে হঠাৎ সরু পাড় শাল কেন?
২০২১-এর বাজেটের শুরুতেই অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের লাল পেড়ে সাদা শাড়ি নজর টেনেছে বাঙালি নেটাগরিকদের। অনেকেই বলেছেন, নির্মলার সাজ একেবারেই বাঙালি ধাঁচের। শুভ কাজে তো এ রকম বেশেই দেখা যায় বঙ্গ ললনাদের। বাজেট অধিবেশনে সকলের চোখ প্রথমে অর্থমন্ত্রীর দিকে গেলেও, নজর এড়ায়নি প্রধানমন্ত্রীর পোশাকও। সাবেক মেজাজের সাদা পাঞ্জাবির সঙ্গে ঘিয়ে রঙের সরু পাড়ের শাল। তা-ও আবার এক কাঁধ দিয়ে জড়ানো। এও তো রীতিমতো বাঙালিয়ানারই প্রতীক!

বাংলার আসন্ন ভোটকেই কি মাথায় রাখা হল তবে এ বারের বাজেট-ফ্যাশনে? এমন প্রশ্ন এসেই গেল কিছু কিছু নেটাগরিকের মনে। অনেকেই আবার বলছেন, নিজের স্টাইলেই বদল আনছেন মোদী। মানে? এ বার কি তবে মোদী-জ্যাকেটের জায়গায় মোদী-শাল নিয়ে মাতবে দেশ? প্রশ্নটা এখন ঘুরপাক খাচ্ছেই নেট-জগতে!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Narendra Modi Union Budget Modi Fashion
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE