ব্যস্ততার চাপে বাজারহাটের সময়েও কোপ পড়েছে। দোকানে গিয়ে উল্টেপাল্টে দেখেছুঁয়ে বেচাকেনার জায়গা দখল করে নিচ্ছে অনলাইন অর্ডার। স্রেফ ক’টা মাউস ক্লিক আর তাতেই ঘরে হাজির প্রয়োজনীয় সবকিছুই। আজকাল গোটা পুজোর বাজারটাই অনলাইনে সারার বিজ্ঞাপন দিচ্ছে নানা সাইট। চাহিদার বাড়বাড়ন্ত এর অন্যতম কারণ তো বটেই।
অনলাইনে জিনিসপত্র কেনা সময় বাঁচায় ঠিকই, প্রায় সারা বছর জুড়েই বিভিন্ন সাইটে চলে অফার। তাই সে সুযোগ নিতেও অনলাইনে পাড়ি জমানো অন্যায় কিছু নয়। তা ছাড়া অনলাইনে কেনাকাটার জন্য সাইটগুলো ক্রেতাদের জন্য দাম চোকানোর অনেক সুবিধাজনক উপায় রাখেন। রয়েছে বদলানোর সহজ উপায়ও। কাজেই অনলাইনের হাতছানি দিনে দিনে অপ্রতিরোধ্য হয়ে উঠছে।
অন্যান্য জিনিস তো বটেই এমনকি জামা-কাপড় কেনার সময়ও আজকাল অনেকেই মাপ, হাতে ধরে পরখ করা এ সব লোভ সরিয়ে অনলাইনে আস্থা রাখছেন। কিন্তু তার মানে এই নয় যে অনলাইনে আসা জিনিস নিয়ে কখনও কোনও অভিযোগ থাকে না। বরং অনলাইনে জামাকাপড় কিনে ফের বদলানোর ঝঞ্ঝাটেও পড়তে হয় অনেক সময়। তবে কিছু নিয়ম ও সাবধানতা মেনে অনলাইনে পোশাক কিনলে বদল করার ঝঞ্ঝাট বা ঠকে যাওয়ার আশঙ্কা থাকে না।