ভাজাভুজি মুচমুচে করতেই হোক কিংবা চাইনিজ খাবারের স্বাদ বাড়াতে, হেঁশেলে কর্ন ফ্লাওয়ার না থাকলে বেশ বিপাকে পড়তে হয়। তবে কেবল রান্নার কাজেই নয়, বাড়ির অন্যান্য কাজেও ব্যবহার করতে পারেন কর্ন ফ্লাওয়ার। ভাবছেন তো, এই সাদা গুঁড়ো আর কী কাজে লাগতে পারে? রইল তারই হদিস।
১) কাচ ময়লা হয়েছে? দাগ কিছুতেই উঠছে না? ময়লা কাচে খানিকটা কর্ন ফ্লাওয়ার লাগিয়ে নিন। তার পরে ভেজা কাপড় দিয়ে ভাল করে মুছে নিলেই কাচ একেবারে ঝকঝক করবে।
২) সোনার হারে গিঁট পড়ে গিয়েছে? সেটা ছাড়াতেই নাজেহাল অবস্থা? সেটিকে কর্ন ফ্লাওয়ারের মিশ্রণে চুবিয়ে নিন। মিনিট পাঁচেক রাখুন। তার পর মিশ্রণ থেকে হারটি বার করে সেই গিঁট খোলার চেষ্টা করুন। অতি সহজে খুলে ফেলতে পারবেন।