Advertisement
০৫ মে ২০২৪
christmas

Christmas Celebration: বড়দিনের উদ্‌যাপন এবার বাড়িতেই? উৎসবের আবহকে রঙিন করে তুলতে সঙ্গে থাকুক কিছু জিনিস

যিশুর জন্মদিনে জমাটি সাজগোজের পাশাপাশি, উৎসব উদ্‌যাপনেও থাকুক রঙের ছোঁয়া।

উৎসবের আবহকে আরও বেশি রঙিন করে তুলুন।

উৎসবের আবহকে আরও বেশি রঙিন করে তুলুন। ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২১ ২১:২২
Share: Save:

শীত পড়ে গিয়েছে মানেই শহর জুড়ে এখন উৎসবের মরসুম। আর দু’দিন পরেই আসছে বড়দিন। সাজ-পোশাক থেকে রূপটান বড়দিনের উৎসব উদ্‌যাপন নিয়ে ইতিমধ্যেই পরিকল্পনা ছকে ফেলেছেন অনেকেই। তবে নিজের জমাটি সাজগোজের পাশাপাশি অনেকেই আছেন যাঁরাএই বড়দিনটি বাড়িতেই উদ্‌যাপন করবেন বলে ভেবে রেখেছেন। নিজের জমাটি সাজগোজের পাশাপাশি বাড়িতেই উৎসবের আবহ গড়ে তুলতে বড়দিনের সন্ধ্যায় সঙ্গে থাকুক কিছু জিনিস।

বাড়িতেই উৎসবের আবহ গড়ে তুলতে বড়দিনের সন্ধ্যায় সঙ্গে থাকুক কিছু জিনিস।

বাড়িতেই উৎসবের আবহ গড়ে তুলতে বড়দিনের সন্ধ্যায় সঙ্গে থাকুক কিছু জিনিস। ছবি: সংগৃহীত

এই উৎসবের আবহকে আরও বেশি রঙিন করে তুলবেন কী ভাবে

ক্রিসমাস ট্রি

বড়দিন মানেই ক্রিসমাস ট্রি। বাড়ি সাজাতে অবশ্যই প্রয়োজন ক্রিসমাস ট্রি। বসার ঘরে রাখতে পারেন ক্রিসমাস ট্রি। ক্রিসমাস ট্রিতে জড়িয়ে নিতে পারেন টুনি বাল্ব বা ফেয়ারি আলো এবং ছোট ছোট খেলনা সান্তা বুড়ো বা রেনডিয়ার।

মোমবাতির আলোয় সেজে উঠুক বাড়ি

মোমবাতি ছাড়া বড়দিন অসম্পূর্ণ। আজকাল বাজারে অনেক রঙিন মোমবাতি পাওয়া যায়। সেগুলি দিয়ে সাজাতে পারেন বাড়ি।

ওয়াইন এবং রকমারি গ্লাস

বড়দিনের উদ্‌যাপনে ওয়াইন থাকবে না, এমনটি হতেই পারে না। বড়দিনের সন্ধ্যায় বাড়িতে আসা বন্ধু-বান্ধবের সঙ্গে পছন্দের ওয়াইনভর্তি রকমারি গ্লাসে চুমুক দিতে দিতে জমাটি কাটুক বড়দিন।

বিভিন্ন স্বাদের কেক

যিশুর জন্মদিনে বাড়িতে থাকুক নানা স্বাদের কেক। ফ্রুটকেক, প্লামকেক, ভ্যানিলাকেক— এই ধরণের সুস্বাদু কেকগুলি আপনি চাইলে বাড়িতেও বানিয়ে নিতে পারেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

christmas Celebration Event
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE