নানা ধরনের হেডফোন বা ইয়ারফোন বাজারে পাওয়া যায়। কেমন আওয়াজ পছন্দ করেন, কেমন দেখতে— এ সব নানা কারণ মাথায় রেখে হেডফোন বা ইয়ারফোন-প্রেমীরা এগুলি কেনেন। হালে খুব পরিচিত হয়েছে আরও একটি নাম। ‘নয়েজ ক্যানসেলিং’ হেডফোন বা ইয়ারফোন।
নাম থেকেই বোঝা যায় এই ধরনের স্পিকার ব্যবহার করলে বাইরের শব্দ কানে ঢোকে না খুব একটা। কোন কোন কারণে এই ‘নয়েজ ক্যানসেলিং’ হেডফোন বা ইয়ারফোনের চাহিদা বাড়ছে? দেখে নেওয়া যাক।
১। যে পরিবেশে আওয়াজ বেশি, সেই ধরনের পরিবেশে এই স্পিকার ব্যবহার করে কাজ করলে কর্মক্ষমতা বাড়ে। এমনটাই দেখা গিয়েছে।