E-Paper

ঘর রংয়ের সময়ে কী কী সেফটি প্রটোকল মেনে চলে এশিয়ান পেইন্টস?

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২১ ১৬:৪৬

নিজের স্বপ্নের বাড়ি রং করা খুব একটা সহজ নয়। কারণ বাড়ি রং করা মানেই সমস্ত কিছুকে নতুন করে সাজানো। পরিবারের সঙ্গে মিলে মিশে, তাদের প্রতি দায়বদ্ধ থেকেই সাজিয়ে নিতে হয় এই ভালবাসার জায়গাকে। তবে ঘর রংয়ের সময়ে বেশ কিছু জিনিস মাথায় রাখা আবশ্যিক। যেমন এই কোভিডের সময়ে দাঁড়িয়ে প্রথমেই ভাবতে হয় কতটা সুরক্ষাবিধি মেনে ঘর রং করা হচ্ছে? এর পর নান্দনিকতা, ফিনিশিং এগুলো তো রয়েছেই। সেই কারণেই সঠিক রং এবং প্রোডাক্ট বেছে নেওয়ার পাশাপাশি সঠিক পেইন্টার্স বেছে নেওয়াও অত্যন্ত জরুরি।

এই পরিস্থিতিতে এশিয়ান পেইন্টস সেফ পেইন্টিং সার্ভিসই হতে পারে আপনার উত্তর। কারণ তারা নিয়ে এসেছে এক অনন্য সার্ভিসের অফার। আর তাদের বেশ কয়েকটি প্রোটোকল আপনার ঘরকে রঙিন করে তোলার সময়ে আরও আপনাকে সুরক্ষিত তো রাখবেই এবং সেই সঙ্গে ঘরকেও সুন্দর করে তুলবে।

সুরক্ষা ব্যবস্থা এবং যান্ত্রিক সরঞ্জামের ব্যবহার
এই প্যান্ডেমিক পরিস্থিতিতে কোনও গ্রাহকের প্রথম চাহিদাই হয়ে দাঁড়ায় সুরক্ষা। আর ঘর রংয়ের সময়ে এশিয়ান পেইন্টস সেই সুরক্ষার উপরেই জোর দিয়েছে। সর্বদা প্রশিক্ষিত পেশাদারকে দিয়েই ঘর রং করা হয়। পাশাপাশি রং চলাকালীন প্রতি মুহূর্তে সতর্কতামূলকব্যবস্থাগুলিকে মাথায় রাখা হয়। কারিগরেরা সর্বদাই মাস্ক এবং গ্লাভস পড়ে থাকেন, প্রত্যেকে সামাজিক দূরত্ব বজায় রাখেন। কাজ শেষ হয়ে যাওয়ার পরে গোটা ঘর স্যানিটাইজ করে দেওয়া হয়। কারণ তাদের মতে, 'আপনাদের সুরক্ষা আমাদের কর্তব্য।'

পাশাপাশি ঘর রংয়ের সময়ে বিভিন্ন মেকানাইজড টুল ব্যবহার করা হয়। প্রথমে ময়েশ্চার মিটার দিয়ে ঘরের আদ্রতার পরিমাণ এবং লেজার ডিস্টেন্স মিটার দিয়ে সঠিকভাবে দেওয়ালের পরিমাপ নেওয়া হয়। ভ্যাকুয়ম ইলেক্ট্রিক স্যান্ডার দিয়ে দেওয়াল স্যান্ডিং করা হয় এবং সব শেষে চমকদার ফিনিশিং পেতে ব্যবহার করা হয় আলট্রা হ্যান্ড স্প্রেয়ার।

প্রথমত, ঘর রংয়ের সময়ে প্রতিটি জিনিসকেই পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করেন এশিয়ান পেইন্টসের সুপারভাইজাররা। শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থাকেন তাঁরা। এই গোটা প্রক্রিয়া চলাকালীন সুপারভাইজার নিশ্চিত করেন যাতে আপনি এশিয়ান পেইন্টসের পক্ষ থেকে একটি ঝঞ্ঝাটমুক্ত সার্ভিস উপভোগ করতে পারেন।

এছাড়াও, এশিয়ান পেইন্টসের সঙ্গে ঘর রং করার পরেই বুঝতে পারবেন ঘরের চেহারা বদলে গিয়েছে। পরিষ্কার, রঙিন এবং প্রাণবন্ত - সব মিলিয়ে যেন নতুন ঘর উপহার পাবেন আপনি। তার মানে ঘর রংয়ের পরিকল্পনা থেকে শুরু করে তা সম্পাদন এবং সমাপ্তি সমস্ত কিছুর দায়িত্বই নিয়ে নেয় এশিয়ান পেইন্টস।

এশিয়ান পেইন্টসের সার্ভিস উপভোগ করার জন্য কল করুন ৮০৫০৪৮০৫০৪ নম্বরে।

বিশদে জানতে ভিজিট করুন এশিয়ান পেইন্টস সেফ পেইন্টিং সার্ভিসের ওয়েবসাইটে।

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy