Advertisement
E-Paper

মেসেঞ্জার-ইনস্টাগ্রামের সঙ্গে জুড়লে কমতে পারে হোয়াট‌স‌্অ্যাপের গোপনতা!

কমতে পারে হোয়াটস‌্অ্যাপের গোপনতা। ফেসবুকের মেসেজিং অ্যাপগুলোর মধ্যে সমন্বয় গড়ে উঠলে এমনটা হবে বলে আশঙ্কা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০১৯ ১৭:০২
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

কমতে পারে হোয়াটস‌্অ্যাপের গোপনতা। ফেসবুকের মেসেজিং অ্যাপগুলোর মধ্যে সমন্বয় গড়ে উঠলে এমনটা হবে বলে আশঙ্কা।

ফেসবুক তার মেসেজিং প্ল্যাটফর্মগুলোর মধ্যে ক্রসঅ্যাপ ট্রাফিক চালু করা নিয়ে ভাবনা চিন্তা করছে। এখনও অবশ্য এই পরিকল্পনা প্রাথমিক পর্যায়েই রয়েছে। পরিকল্পনা রূপায়িত হলে ফেসবুকের তিন মেসেজিং অ্যাপ হোয়াটস‌্অ্যাপ, মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামের মধ্যে সমন্বয় বা ক্রস অ্যাপ ট্রাফিক গড়ে উঠবে। আর সেখানেই হোয়াটস‌্অ্যাপের গোপনতা দূর্বল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

কারণ, হোয়াটস‌্অ্যাপ এন্ড টু এন্ড এন্ডক্রিপশনের মাধ্যমে পুরোপুরি সুরক্ষিত। ফেসবুক মেসেঞ্জারের ক্ষেত্রে গোপনতা বাধ্যতামূলক নয়। তার জন্য ‘সিক্রেট কনভারসেশন’ নামে একটি অপশন রয়েছে। ফেসবুকের ইনস্টাগ্রামের আবার এমন কোনও ব্যবস্থাই নেই।

আরও পড়ুন: শিক্ষিকার যকৃৎ-কিডনিতে বাঁচবে তিন প্রাণ

সুতরাং ফেসবুক যদি তার সমস্ত মেসেজিং প্ল্যাটফর্মগুলোর ট্রাফিক মিশিয়ে দিতে চায়, কী অবস্থা দাঁড়াবে? হোয়াটস‌্অ্যাপের গোপনতা কমবে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষক, ক্রিপ্টোগ্রাফর ম্যাথিউ গ্রিন সম্প্রতি এমনটাই আশঙ্কা করেছেন।

Instagram Facebook WhatsApp End to end encryption হোয়াটস‌্অ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম Tech
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy